ঢাকার কেরানীগঞ্জের বীর বাঘৈর এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপুকে আটক করেছে জনতা এবং পরে পুলিশে সোপর্দ করেছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়রা তাকে বীর বাঘৈর এলাকায় নিজ বাড়ির কাছে দেখতে পেয়ে আটক করে এবং পুলিশে খবর দেয়।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোলাম কিবরিয়া টিপুকে থানায় নিয়ে আসে। যদিও তার নামে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় কোনো মামলা নেই, তবে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ওসি নিশ্চিত করেছেন।
গোলাম কিবরিয়া টিপু জাতীয় পার্টির হয়ে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।