প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে আজ বৃহস্পতিবার বৈঠক করবে জামায়াতে ইসলামী। গতকাল বুধবার দলটির ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধিদল বৈঠকের জন্য নির্বাচন কমিশন (ইসি) অফিসে যাবে। News24d.tv/কেআই
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক আজ
অনলাইন ডেস্ক
![প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে জামায়াতের বৈঠক আজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739390091-6a2a7385c3b402930eaa610e58719e63.jpg?w=1920&q=100)
আগের মতোই দখলদারি-চাঁদাবাজি শুরু করেছে একটি গোষ্ঠী: মুফতি ফয়জুল
অনলাইন ডেস্ক
![আগের মতোই দখলদারি-চাঁদাবাজি শুরু করেছে একটি গোষ্ঠী: মুফতি ফয়জুল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739383959-16cc413aad28c8e0173afa211cfba96c.jpg?w=1920&q=100)
চোর-দুর্নীতিবাজ, ডাকাত দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্রগঠন করা সম্ভব নয় উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ইসলামপন্থী দলগুলোর ঐক্য হলে ইসলামই হবে দেশের একমাত্র চাবিকাঠি। জালিমদের হাত থেকে আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠা সময়ের অনিবার্য দাবি। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় চাঁদপুরের হাইমচর উপজেলার দুর্গাপুর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুরের হাইমচর উপজেলা শাখা সমাবেশের আয়োজন করে। ইসলামী আন্দোলনের এ নেতা বলেন, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকার আদায়ের জন্য ৫ আগস্ট জীবনবাজি রেখে হাজারো মায়ের বুক খালি করে আমরা দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দ্বিতীয়বারেরমতো দেশ স্বাধীন করেছি। এ...
মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া
অনলাইন ডেস্ক
![মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন, জামায়াত আমিরের প্রতিক্রিয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739382541-ff06ed8cb595dfb144d00657a5bcce21.jpg?w=1920&q=100)
জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্টফাইন্ডিং মিশন বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, সরকারি বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সহিংস উপায়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) এসব ঘটনার জন্য আরও গভীর তদন্তের প্রয়োজনীয়তার কথা বলেছে। প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি জাতিসংঘের প্রতিবেদনকে গণহত্যার দলিল আখ্যা দিয়ে বলেন, এতে খুনি ও মাস্টারমাইন্ডদের পরিচয় বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়েছে। নিজের পোস্টে...
ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প: জামায়াত সেক্রেটারি
প্রেস বিজ্ঞপ্তি
![ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প: জামায়াত সেক্রেটারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739374187-52650917467e479ce91b879cba64982a.jpg?w=1920&q=100)
গাজায় আটকে রাখা সব ইসরাইলি জিম্মি মুক্তি না দিলে গাজা জাহান্নাম হয়ে যাবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান। বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ইসরাইলিরা গাজায় যুদ্ধ বিরতির চুক্তির শর্ত লঙ্ঘন করার কারণেই হামাস বন্দি মুক্তি স্থগিত ঘোষণা করতে বাধ্য হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। তার এ হুমকি সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি আরও বলেন, এই উসকানিমূলক হুমকিতে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। ট্রাম্পের এমন মন্তব্যকে মধ্যপ্রাচ্যে অশান্তির আগুন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর