অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে। সরকার সব পক্ষের সাথে কথা বলে এ নিয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাওয়ালী বা এমন অনুষ্ঠানে অনেক সময় হামলা হয়েছে। এরপর থেকে কোনো গান বা সুফি সাধকদের আসরে হামলা হলে আর ছাড় দেয়া হবে না। মাহফুজ আলম বলেন, পাঁচ আগস্টের পর যা যা ঘটেছে তা নিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আপনারা এসব ঘটনায় মামলা করতে পারেন। ঘোষণাপত্র আনতে বেশি দেরি হবে না। সবার সাথে কথা বলায় একটু দেরি হতে পারে। আশা করি শিক্ষার্থীরা ধৈর্য ধারণ করবেন। এসময় তিনি আরও বলেন, আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহ থেকে বসা শুরু করবো রাজনৈতিক দলগুলোর সাথে। গত ১৬ বছরে যারাই রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে তাদের সবার কথাই আশা করি ঘোষণাপত্রে থাকবে।...
জুলাই ঘোষণাপত্র নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহের মধ্যেই: মাহফুজ আলম
নিজস্ব প্রতিবেদক
তিন জেলায় নতুন প্রশাসক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ, খাগড়াছড়ি এবং রাজবাড়ীতে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থ বিভাগের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়ি জেলার ডিসি জেলা প্রশাসক করা হয়েছে। অন্যদিকে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জে বদলি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর জেলা প্রশাসক করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে। news24bd.tv/SHS
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর
অনলাইন ডেস্ক
সরকারি চাকরিজীবীদের সুখবর দিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, আগামী ৩০ জুনের আগেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। মহার্ঘ ভাতা পর্যালোচনায় হওয়া কমিটির সদস্য তিনি। মো. মোখলেস উর রহমান জানান, আগামী ৩০ জুনের আগেই মহার্ঘ ভাতার ঘোষণা আসবে। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে অর্থ উপদেষ্টা এবং অর্থ সচিবের সঙ্গে কথা বলতে পারেন। তিনি বলেন, মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনভোগীদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে। এবার যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে। তবে, মহার্ঘ ভাতা ঘোষণার পরেও সরকারি...
যে কারণে বাংলাদেশে আসছেন ট্র্যাসি জ্যাকবসন
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পদে পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় ডেভিড মিলি আর আসছেন না। তার জায়গায় সাবেক কূটনীতিক ট্র্যাসি এন জ্যাকবসন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স-সিডিএ) হিসেবে ঢাকায় দায়িত্ব পালন করবেন। জানা গেছে, বাংলাদেশে সংস্কারপ্রক্রিয়া ও গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে। ঢাকার মার্কিন দূতাবাস জানিয়েছে, জ্যাকবসন আগামী ১১ জানুয়ারি থেকে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে, ট্র্যাসি অ্যান জ্যাকবসন দীর্ঘ ও সম্মানজনক কূটনৈতিক ক্যারিয়ারে তিনবার মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তাজিকিস্তান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর