ইতোমধ্যে শেষ হয়েছে সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির আবেদন করার সময়। গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) এই আবেদন শেষ হয়। গত ১২ নভেম্বর থেকে অনলাইনে এই আবেদন শুরু হয়। এসময়ের মধ্যে অর্থাৎ ১৮ দিনে সরকারি বেসরকারি মিলিয়ে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এরমধ্যে সরকারি স্কুলে ভর্তির জন্য আবেদন পড়েছে ৬ লাখ ২৫ হাজার ৯০৩টি আর বেসরকারি স্কুলে ৩ লাখ ৩৯ হাজার ৮০০টি। শনিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা পর্যন্ত জমা পড়া আবেদন বিশ্লেষণ করে এমনটিই জানা গেছে। ভর্তি আবেদন কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির মাধ্যমিক শাখা থেকে শেষ পর্যন্ত পাওয়া তথ্য বলছে, শনিবার বিকেল ৫টা পর্যন্ত সরকারি ও বেসরকারি স্কুলে মোট ৯ লাখ ৬৫ হাজার ৭০৪ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তারা মোট স্কুল পছন্দ দিয়েছে ১৫...
কী পরিমাণে আবেদন পড়েছে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তিতে?
অনলাইন ডেস্ক
স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সদস্যদের প্রাণবন্ত মিলনমেলা
অনলাইন ডেস্ক
রাজধানীর মগবাজারে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত আটটায় মগবাজারে একটি রেস্তোরাঁয় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর এমন মিলনমেলায় স্মৃতিকাতর হোন সাবেক এবং বর্তমান সদস্যরা। এসময় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ফোরামের সাবেক সদস্যরা বলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম সৎ ও দক্ষ সাংবাদিক তৈরি করতে ভূমিকা রেখে চলেছে। আগামী দিনে এই ভূমিকাতে আরো জোরদার করতে হবে। একইসঙ্গে সংগঠনের মধ্যেও গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে। স্টামফোর্ড সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশ রূপান্তরের রিপোর্টার সানমুন আহমেদ, সাবেক সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের রিপোর্টার হাসান ওয়ালী, সাবেক সভাপতি ও দৈনিক...
খাদ্য অপচয় রোধে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ক্যাম্পেইন
অনলাইন ডেস্ক
খাদ্য অপচয়ের মারাত্মক প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীরা ঝিনাইদহ জেলায় খাদ্য অপচয় প্রতিরোধে মিডিয়া অ্যাডভোকেসি ক্যাম্পেইন আয়োজন করেছে। শুক্রবার (২৯ নভেম্বর) এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)- এর তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে প্রায় ১.০৫ বিলিয়ন টন খাদ্য নষ্ট হয়। এটি গড়ে প্রতি ব্যক্তির জন্য বছরে ১৩২ কেজি। এর ৬০% অপচয় হয় বাসা-বাড়িতে, ২৮ শতাংশ রেস্তোরাঁ ও খাদ্য পরিষেবা খাতে এবং ১২% খুচরা পর্যায়ে। খাদ্য অপচয় বৈশ্বিক গ্রীনহাউস গ্যাস নির্গমনের প্রায় ৮-১০% এর জন্য দায়ী। এটি পরিবেশের উপর বিশাল প্রভাব ফেলে এবং প্রায় বিশ্বের এক-তৃতীয়াংশ কৃষিজমি এই অপচয়ের ফলে অকার্যকর হয়ে পড়ছে। আয়োজিত ক্যাম্পেইনের মূল...
ঢাবিতে যানবাহন নিয়ন্ত্রণ দলের কার্যক্রম পরিদর্শন করলেন উপাচার্য
নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের সমন্বিত একটি দল ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আজ শুক্রবার (২৯ নভেম্বর) টিএসসি চত্বরসহ বিভিন্ন স্থানে দায়িত্বরত এই দলের কার্যক্রম পরিদর্শন করেছেন। এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ ড. মো. ফারুক শাহ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে উপাচার্য প্রক্টরিয়াল টিম, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ এবং রেঞ্জার ইউনিট সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা দেন। তিনি ক্যাম্পাসে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ দেন। এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কাজ অব্যাহত রাখার জন্য তিনি...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর