বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। অভিনয় ক্যারিয়ারে সফল তিনি। তবে লেখাপড়ায় কেমন ছিলেন? সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা লেখাপড়ায় কেমন ছিলেন, তাঁরাও কি স্কুল-কলেজে ফার্স্ট, সেকেন্ড হতেন? নাকি রেজাল্ট ছিল একেবারে সাধারণ? সেলিব্রেটিদের জীবনের এই বিষয়টি জানতে সকলেই আগ্রহী। সম্প্রতি, পরীক্ষা পে চর্চার একটি এপিসোডে ছাত্রছাত্রীদের মনের জোর বাড়াতে বেশ কিছু বিষয় তুলে ধরেন দীপিকা। কোন সাবজেক্টে বড্ড ভয় ছিল অভিনেত্রীর? ছাত্রছাত্রীদের মনের ভিতর কোনও বিষয়কে অযথা চেপে না রেখে মনের কথা প্রকাশ করতে বলেন দীপিকা। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে খোলামেলা আলোচনা করার পরামর্শও দেন তিনি। অভিনেত্রীর কথায়, আমরা সকলেই নানা সময়ে মানসিক চাপের সম্মুখীন হই। আমি নিজেও অঙ্কে ভীষণই দুর্বল ছিলাম। এখনও অবশ্য তাই-ই আছি। প্রধানমন্ত্রী...
লেখাপড়ায় কেমন ছিলেন দীপিকা?
অনলাইন ডেস্ক
![লেখাপড়ায় কেমন ছিলেন দীপিকা?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739359486-bcdbca56b7993a7b898f8a0239fd2c01.gif?w=1920&q=100)
অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড ভিকির সিনেমা ‘ছাবা’
অনলাইন ডেস্ক
![অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড ভিকির সিনেমা ‘ছাবা’](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739359104-47831af3b46ba37c91801a8e3e0c2091.jpg?w=1920&q=100)
ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর নির্ভর করে বানানো ঐতিহাসিক চলচ্চিত্র ছাবা আসছে আগামী শুক্রবার। ভিকি কৌশল ও অক্ষয় খান্না অভিনীত সিনেমাটির অ্যাডভান্স বুকিং শুরু হয়েছে। আর ৪৮ ঘণ্টার মধ্যেই ২ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে ছাবার। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা যাবে ভিকি কৌশলকে। তার স্ত্রীর চরিত্রে থাকবেন রাশমিকা মান্দানা। মোঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে দেখা মিলবে অক্ষয় খান্নার। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার বিকেল পর্যন্ত ২ লাখ ২৪ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। ফলে ভারতে এখনও পর্যন্ত সিনেমাটি মুক্তি পাওয়ার আগেই ৬ কোটি ৩৬ লাখ টাকা আয় করে ফেলেছে। ব্লক সিটের হিসাবে আয় ছাড়িয়েছে ৭ কোটি। এখনও হাতে ২ দিন আছে, ফলে অ্যাডভান্স বুকিংয়েই যে ছাবা বড়সড় আয় করতে যাচ্ছে তা বলাই বাহুল্য। বাণিজ্য বিশ্লেষকদের...
সম্পত্তির ভাগ নিয়ে এবার মুখ খুললেন দিতিকন্যা লামিয়া
অনলাইন ডেস্ক
![সম্পত্তির ভাগ নিয়ে এবার মুখ খুললেন দিতিকন্যা লামিয়া](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739356652-a2f631bcea56b752bcbe2c796ef99bc2.gif?w=1920&q=100)
সম্প্রতি জমি সংক্রান্ত বিবাদের জেরে চিত্রনায়িকা পপি ও তাঁর পরিবারকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরই মধ্যে সামনে এলো অভিনেত্রী রুনা খানের বাবার সম্পত্তি বণ্টনের বিষয়। তবে এখানে দ্বন্দ্ব নয়, সঠিকভাবে রুনা খানের বাবার সম্পত্তি ভাগ করেছেন তাঁর ভাই তুহিন জানিয়েছেন রুনা খন নিজেই। এবার সম্পত্তির বিষয়ে কথা বললেন প্রয়াত জনপ্রিয় চিত্রনায়িকা দিতি ও অকাল প্রয়াত চিত্রনায়ক সোহেল চৌধুরীর কন্যা লামিয়া চৌধুরী। জানালেন তাদের দুই ভাই বোনের ক্ষেত্রেও কোনো বৈষম্য করেননি দিতি-সোহেল চৌধুরী। নিজের ফেসবুকে দিতিকন্যা লিখেছেন, এটাই তো স্বাভাবিক হওয়া উচিত। আমার আর আমার ভাইয়ের মধ্যেও সব সমান সমান। আমাদের বাবা-মা এটাই চেয়েছেন। আর আমাদের এভাবেই বড় করা হয়েছে। এরপর লেখেন, দুর্ভাগ্যবশত আইন আমাদের মনে করিয়ে দেয় আমরা সমান না। আর শুধু শুধু সবকিছু জটিল করে আমাদের সময় নষ্ট...
ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর
অনলাইন ডেস্ক
![ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রণবীর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739355531-10b7ae81c48d1fd10d06f07816da6fab.gif?w=1920&q=100)
ভারতের জনপ্রিয় ইউটিউবার রণবীর আলাহাবাদিয়া। সম্প্রতি একটি রিয়েলিটি শোতে প্রতিযোগীদের আপত্তিকর মন্তব্য করার পর প্রবল বিতর্কের মুখে তিনি। নিজের মন্তব্যের জন্য এর মধ্যেই ক্ষমা চেয়েছেন রণবীর। তবে এই বিতর্ক এখানেই শেষ হচ্ছে না। বিষয়টি গড়িয়েছে ভারতের সংসদেও। ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এ রণবীর আলাহাবাদিয়ার বিতর্কিত মন্তব্যের জেরে এ কাণ্ড। এদিকে রণবীরের বিতর্কিত মন্তব্যের জেরে তাঁর বিরুদ্ধে আসাম পুলিশও মামলা করেছে। এখানেই শেষ নয়, রণবীরের অশালীন মন্তব্যের আঁচ গিয়ে পৌঁছেছে ভারতীয় সংসদেও। বেশ কয়েকজন সংসদ সদস্যও রণবীরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। শোনা যাচ্ছে, সংসদ থেকে রণবীরকে সমন পাঠানো হতে পারে, এমন সম্ভাবনাও রয়েছে। এক পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ইন্ডিয়াস গট ল্যাটেন্ট-এর প্রথম পর্ব থেকে এখন পর্যন্ত শোয়ে অংশ নেওয়া প্রায় ৩০ জন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর