জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের পবিত্র রমজান মাস ১ মার্চ (শনিবার) শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বৈজ্ঞানিক কেন্দ্র জানিয়েছে, ইসলামী দেশগুলো শুক্রবার অর্থাৎ, ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখার চেষ্টা করবে। খবর গালফ নিউজের। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুসারে, নির্ভুল জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ১ মার্চ রমজানের প্রথম দিন হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এই গণনাগুলো মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজান মাসের সূচনা নির্ধারণ ও পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ জানিয়েছেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এবং দক্ষিণ ইউরোপে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা...
রমজানের চাঁদ দেখা নিয়ে পাওয়া গেল নতুন তথ্য
অনলাইন ডেস্ক
![রমজানের চাঁদ দেখা নিয়ে পাওয়া গেল নতুন তথ্য](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739439876-0f4c70e22e043fae04e9e0a527351b38.jpg?w=1920&q=100)
ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী
অনলাইন ডেস্ক
![ট্রাম্পের স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন ৭৫ হাজার সরকারি কর্মী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739436834-4cef5d94430cd76d344727eee305ef08.jpg?w=1920&q=100)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ঘোষিত স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচি গ্রহণ করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের প্রায় ৭৫ হাজার কর্মী। ইউএস অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের একজন মুখপাত্র বুধবার এ তথ্য জানিয়েছেন। ট্রাম্প প্রশাসন সরকারের আকার কমিয়ে সরকারি ব্যয় হ্রাসের লক্ষ্যে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে, যার মধ্যে ২৩ লাখ বেসামরিক কর্মীকে বাদ দেওয়ার প্রস্তাব রয়েছে। এই উদ্দেশ্যে সরকার কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগের সুযোগ দিয়েছে, যা বাইআউট কর্মসূচি হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিপুলসংখ্যক কর্মীকে অকার্যকর এবং তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন। স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচির বাইরে, ট্রাম্প সরকারি সংস্থাগুলোর জন্য ব্যাপক কর্মী ছাঁটাইয়ের নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে কিছু সংস্থা তাদের নিয়োগকৃত কর্মীদের ছাঁটাই...
গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদি সরকারকে আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
![গরুকে ‘রাষ্ট্রমাতা’ ঘোষণার দাবি, মোদি সরকারকে আল্টিমেটাম](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739435961-2f009e2fdb6618898520e6124b149f2f.jpg?w=1920&q=100)
গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা করার দাবি জানিয়েছেন উত্তরাখণ্ডের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী। তিনি মোদি সরকারকে আগামী ১৭ মার্চ পর্যন্ত সময় দিয়েছেন, বলিউডি ভাষায়, যদি এই সময়ের মধ্যে সরকার গরুকে রাষ্ট্রমাতা ঘোষণা না করে, তাহলে বৃহৎ আন্দোলন শুরু হবে। শঙ্করাচার্য জানান, গরুকে রাষ্ট্রমাতা ঘোষণার দাবিটি দীর্ঘদিন ধরে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত হচ্ছে। তবে, কেন্দ্রীয় সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি, যার ফলে ক্ষোভ প্রকাশ করেন শঙ্করাচার্য। তিনি বলেন, আমরা ১৭ মার্চ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। যদি ওই সময়ের মধ্যে গোমাতাকে রাষ্ট্রমাতা ঘোষণা না করা হয়, তাহলে দিল্লির রামলীলা ময়দানে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গো প্রতিষ্ঠা নির্ণায়ক দিবস আয়োজন করা হবে। সেখান থেকেই পরবর্তী আন্দোলনের রণকৌশল ঠিক করা হবে। শঙ্করাচার্য আরো বলেন,...
ট্রাম্প যেভাবে ইসরায়েলকে ধোঁকা দিচ্ছেন
অনলাইন ডেস্ক
![ট্রাম্প যেভাবে ইসরায়েলকে ধোঁকা দিচ্ছেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739435315-3693aa2f22f7c15e5c0c58a2950b10ae.jpg?w=1920&q=100)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি গাজা উপত্যকা নিয়ে দেওয়া বক্তব্যগুলো একেবারেই অদ্ভুত, অযৌক্তিক, পাগলাটে। সুপার পাওয়ারের অধিকারী মার্কিন প্রেসিডেন্ট তিনি; স্বাভাবিকভাবেই ট্রাম্প সবার ধারণার বাইরে চলে গেছেন। আপাতত তাকে কেউ-ই বুঝতে পারছেন না। এখন তাকে নিয়ে শুধুই প্রশ্ন। ট্রাম্প গাজা খালি করা বা দখল করা নিয়ে যা বলছেন তা কি সত্যিই ঘটানোর চেষ্টা করবেন? নাকি ইসরায়েলকে ধোঁকা দিচ্ছেন! মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কার্নেগি এন্ডাউমেন্ট ডট ওআরজি নামক ওয়েব সাইটের এক প্রতিবেদনে বৈশ্বিক রাজনৈতিক বিশ্লেষজ্ঞ ও বিশ্লেষকরা ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের ঘোষণার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি নিবন্ধনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়টি ওঠে আসে। বৈশ্বিক বিশ্লেষজ্ঞ ও বিশ্লেষকরা ধারণা, গাজা খালি করা ও দখলের বক্তব্য দিয়ে মার্কিন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর