জামালপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠককালে আটজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) রাতে পৌরসভার পাথালিয়া এলাকায় ছানুর বাড়ি থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল আতিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। আটকরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আটকরা হলেন, পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে মো.হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া...
জামালপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে গোপন বৈঠক, আটক ৮
অনলাইন ডেস্ক
গৃহবধূকে হত্যা করে সাবেক সেনাসদস্যের বাড়িতে ডাকাতি
নিজস্ব প্রতিবেদক
পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল সোমবার গভীর রাতে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বসতঘরে প্রবেশ করে হাত-পা ও মুখ বেঁধে শাহনাজ পারভীন লাকি (৫০) নামের এক নারীকে হত্যা করেছে ডাকাতদল। এ সময় ঘরে থাকা বেশকিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম আজাদের উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগেও ওই ইউনিয়নে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে ওই নারী তার ঘরে একা ঘুমিয়ে ছিলেন। সকাল ৮টার দিকে তার দেবর শাহ আলম ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে ওই নারীকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় দেখতে পেয়ে ডাকচিৎকার দেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেয়। কলাপাড়া থানার...
মাদারীপুরে ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার (১৪) নামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এ সময় প্রধান আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেয় স্বজন ও এলাকাবাসী। নিহত হাফিজা উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে। জানা যায়, একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক হয়। পরবর্তী শারিরীক সম্পর্কের পর অন্তঃসত্তা হয়ে পড়ে চরবাচামারা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী হাফিজা আক্তার। কিন্তু এলাকায় বিচার না পেয় গেল ২ জানুয়ারি নিজের বসত করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ঐদিনই নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে...
ফেনীতে দু'হাত কাটা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
ফেনী প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর ছয়ঘরিয়া এলাকা থেকে মো. হানিফ (৩৫) নামের এক ব্যক্তির দুই হাত কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি শুভপুর ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে। নিহতের স্ত্রী তাসলিমার অভিযোগ, করিম (জুনা) নামে এক ব্যক্তি তার স্বামীকে ঘর থেকে ডেকে নিয়ে দুই হাত কেটে হত্যা করেছে। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তাকে হত্যার তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান। news24bd.tv/TR
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর