শরীরে ইট বাঁধা, গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পুকুর থেকে শারমিন (৩১) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এমন ঘটনা ঘটে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের জয়পুর এলাকায়। নিহত শারমিন নড়াইল সদরের আলাদাদপুর এলাকার মৃত করিম মোল্লার মেয়ে। পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে স্থানীয় জয়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য সলেমান শেখের পরিবারের লোকজন থালা-বাসন ধোয়ার জন্য পুকুরে যান। এ সময় পুকুরে দুটি পা ভাসতে দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ওই নারী বোরকা পরা ছিলেন। তাঁর পায়ে মোজা ও কাঁধে একটি ব্যাগ ছিল। স্থানীয় শেখ অহিদুজ্জামান বলেন, ওই নারীকে প্রথমে কেউ চিনতে পারেনি। লাশের মুখমণ্ডল কিছুটা বিকৃত হয়ে গেছে। পরে সঙ্গে থাকা ব্যাগে পাওয়া চিরকুট থেকে তাঁর পরিচয় জানা গেছে। এ...
পুকুরে ভেসে উঠলো বোরকা পরা নারীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক
মেহেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের মুজিবনগর উপজেলা যুবলীগের আহবায়ক ও মুজিবনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাদুকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। বিশৃংখলা সৃষ্টির অভিযোগে একটি মামলার আসামি হিসেবে তাকে আজ মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে মুজিবনগর থানা পুলিশ। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এলাকায় বিশৃংখলা ও নাশকতা সৃষ্টির বিষয়ে কামরুল হাসান চাদুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ৫ আগস্টের পরে মুজিবনগর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। news24bd.tv/TR
শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় মানববন্ধন
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে গণমাধ্যমকর্মীদের হাতুড়িপেটা ও হামলার ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেয় শরীয়তপুর প্রেসক্লাব, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, মফস্বল সাংবাদিক ফোরামসহ অন্যান্য সংগঠনের সাংবাদিকরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলও করেন গণমাধ্যমকর্মীরা। এদিকে, হামলার ঘটনায় ভুক্তভোগী সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন গতকাল সোমবার রাতে বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করে পালং মডেল থানায় একটি...
লিফলেট বিতরণকালে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আটক ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের ২০নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জামান মিয়া ও কর্মী সাইদুল ইসলামকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার (৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২টায় বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার জামান অটোরিকশার গ্যারেজ নামের নিজ গ্যারেজ থেকে জামান মিয়াকে ও রূপালী গ্যারেজ থেকে সাইদুলকে আটক করা হয়। জানা যায়, কেন্দ্রীয় নির্দেশনায় গত ২ দিন ধরে বন্দর উপজেলার কলাগাছিয়া ও থানা সোনাকান্দা এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করে আসছিলেন তারা। পাশাপাশি নিজ অটোরিকশার গ্যারেজে লিফলেট বিতরণ করেন জামান মিয়া ও তার অনুসারী। পরে গতকাল এই সংক্রান্ত একটি ভিডিও বাংলাদেশ আওয়ামীলীগর ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা হলে মুহূর্তের মধ্যে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। পরে অভিযান পরিচালনা করে পুলিশ দুইজনকে আটক করে। আটকের...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর