বাগেরহাটে শিবু পদ শিউলী (৫০) নামে এক কৃষকের গোয়াল থেকে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে। একমাত্র আয়ের উৎস গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। বৃহস্পতিবার দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকায় এই গরু চুরির ঘটনা ঘটে। গরুগুলোকে পিকআপে করে নেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয়দের। যেকোনো মূল্যে চোর শনাক্ত করে গরু উদ্ধারের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় বাসিন্দারা। গরু চুরির খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ক্ষতিগ্রস্ত কৃষক শিবু পদ শিউলী কাড়াপাড়া ইউনিয়নের মালোপাড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, চুরি হওয়া ৯টি গরুর মধ্যে ৫টি গাভী, একটি বড় ষাড় ও ৩টি বাচ্চা। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। ৫টি গাভীর দুধ বিক্রির টাকায় ৪ জনের সংসার চলত। পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে...
বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি
বাগেরহাট প্রতিনিধি
![বাগেরহাটে এক কৃষকের ৯ গরু চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738932958-1c1475381010476d424be1fef686cf57.jpg?w=1920&q=100)
নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার: সাখাওয়াত হোসেন
অনলাইন ডেস্ক
![নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা করছে সরকার: সাখাওয়াত হোসেন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738931240-b29e991c41e7d224b9d2152e07f0210a.jpg?w=1920&q=100)
নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, মিয়ানমারের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলবন্দর করার চিন্তা-ভাবনা করছে সরকার। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান শহরের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে বাণিজ্য বাড়াতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকায় নতুন একটি স্থলবন্দর করা যায় কি-না, তা চিন্তা-ভাবনা করছে সরকার। পার্বত্য এলাকার বিরাজমান পরিস্থিতি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে বলে তিনি মন্তব্য করেন। বান্দরবান শান্তি ও সম্প্রীতির এলাকা উল্লেখ করে উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন, এখানে হঠাৎ করে...
বান্দরবান আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
![বান্দরবান আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738930939-f3ccdd27d2000e3f9255a7e3e2c48800.jpg?w=1920&q=100)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) জামায়াতের নীতিনির্ধারণী বৈঠকে বিষয়টি চূড়ান্ত হয়েছে। এই আসনে প্রার্থী হলেন, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালাম। বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের আমির আব্দুস সালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে সাতটি উপজেলায় কমিটি গঠনসহ নির্বাচনী কর্মকাণ্ড চলমান রয়েছে। news24bd.tv/এআর
টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ
টাঙ্গাইল প্রতিনিধি:
![টাঙ্গাইলে নসিমন কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738929791-f8231764f830cc9b009872f26e880de9.jpg?w=1920&q=100)
টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমন গাড়ি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে হুজাইফা আলিফ মণ্ডল (১২) নামে মাদরাসায় পড়ুয়া এক শিশু ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় নসিমন গাড়িটি পুলিশ আটক করলেও পালিয়েছে ঘাতক চালক। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ীতে এ ঘটনা ঘটে। হুজাইফা আলিফ উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ভাদুরীচর পশ্চিম পাড়া গ্রামের একলাছের ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে গোবিন্দাসী থেকে বাইসাইকেল চালিয়ে শিশুটি বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে সে বাগবাড়ী এলাকায় পৌঁছলে ভূঞাপুর থেকে আসা একটি বাঁশবোঝাই নসিমন ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল থেকে ছিট পড়ে ঘটনাস্থলে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর