অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার এখন পর্যন্ত দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত আওয়ামী লীগের দোসরদের বিচার দাবিতে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকার একটা ভালো নির্বাচন করে, নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ নেবে, এটা আমরা জানতাম। কিন্তু, প্রতিনিয়ত যেমন শেখ হাসিনা বলতো উন্নয়ন, তেমনি এই সরকারের কথা হচ্ছে সংস্কার। কথায় কথায় সংস্কার, কোন জায়গায় সংস্কার, কিসের সংস্কার এটা দৃশ্যমান নয়। এ জন্যই অন্তর্বর্তী সরকার জাতির কাছে নানা প্রশ্নের মুখোমুখি হয়েছে। আমার কাছে মনে হয়, এ সরকার খুবই সরল, আর না হয় ধুরন্ধর। তিনি বলেন, এ...
অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার দৃশ্যমান নয়: দুদু
অনলাইন ডেস্ক
![অন্তর্বর্তী সরকারের কোনো সংস্কার দৃশ্যমান নয়: দুদু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739439431-423a684d08a4b732a8dd1638047c1193.jpg?w=1920&q=100)
ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চায় বিএনপি
নিজস্ব প্রতিবেদক
![ভারতের কাছ থেকে হাসিনাকে ফেরত চায় বিএনপি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739430829-1f4503330b96b610d213315de8db75fa.jpg?w=1920&q=100)
জাতিসংঘের মানবাধিকার অফিসের প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রিপোর্ট বলছে ফ্যাসিস্ট হাসিনার নির্দেশেই সব হত্যাকাণ্ড হয়েছে। যত মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্র হত্যা সব তারই নির্দেশে হয়েছে। অতএব জাতিসংঘের এই রিপোর্টই প্রমাণ করে হাসিনা একজন ফ্যাসিস্ট। আজ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়েঢাকাস্থ বৃটিশ ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যানের সঙ্গে ঘন্টাব্যাপী বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, আমাদের প্রত্যাশা ভারত সরকার অবিলম্বে খুনি হাসিনাকে ফেরত দেবে এবং তাকে ও তার সহযোগিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন,আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, নির্বাচন...
পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি
নিজস্ব প্রতিবেদক
![পূর্ণাঙ্গ সংস্কারের আগে নির্বাচন নয়: জামায়াত সেক্রেটারি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739428854-5547c10ad93c0e6aa3328248a73cd9ff.jpg?w=1920&q=100)
সংস্কারের আগে কোনো নির্বাচন নয় বলে স্পষ্ট জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্বাচন হলে তা পেশিশক্তি মুক্ত করতে হবে বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি)প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে জামায়াত সেক্রেটারি আরও বলেন, জনগণের আকাঙ্ক্ষা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন। জামায়াত ইসলামী জনগণকে সমর্থন করে। তিনি বলেন, নিবন্ধন আইন বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এই আইন তো ছিলোই না। আমরা এর আগে নির্বাচন করেছি তো। দল হলেও সে নির্বাচন করতে পারবে। এর আগে নিবন্ধন আইনই ছিলো না। এগুলো করে রাজনৈতিক দল করার অধিকারে বিঘ্ন ঘটানো হয়েছে। জামায়াত সেক্রেটারি বলেন, একটা গণতান্ত্রিক দেশে বিভিন্ন ইস্যুতে ভিন্নমত থাকতেই পারে। এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। নির্বাচনে যাওয়ার জন্য ৩০০...
বিএনপির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক
![বিএনপির সঙ্গে বৈঠকে ব্রিটিশ হাইকমিশনার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739427387-834bfb34c430873bcbe148e423881315.jpg?w=1920&q=100)
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় ব্রিটেনের ভারপ্রাপ্ত হাইকমিশনার জেমস গোল্ডম্যান। আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন তিনি। পরে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ। news24bd.tv/SHS
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর