সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জাকির হোসেনকে দেখতে শুক্রবার নোয়াখালী সদর হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি জিএস সুমন। তারা আহত জাকির হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তার সুচিকিৎসার আশ্বাস দেন। উল্লেখ্য, জাকির হোসেন নোয়াখালী সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, গত মঙ্গলবার মাইজদী থেকে নিজ গ্রামে ফেরার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিতে তার ওপর হামলা করে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে জাকির হোসেন অভিযোগ করেন, পুলিশ ঘটনার প্রকৃত আসামিদের ধরছে না। এ বিষয়ে ব্যারিস্টার আবু সায়েম ও জিএস সুমন তাৎক্ষণিক জেলা পুলিশ...
আহত জাকির হোসেনকে দেখতে হাসপাতালে ব্যারিস্টার আবু সায়েম
নিজস্ব প্রতিবেদক

ধর্ষণের শিকার দুই বোনকে আইনি সহায়তা দেবেন তারেক রহমান
নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭ বছর বয়সী দুই জমজ বোনকে ধর্ষণের ঘটনায় ভিকটিমদের আইনি সহায়তা প্রদান, তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার দুপুরে নোয়াখালী জাতীয়তাবাদী আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা আইনজীবী ফোরামের জেলা যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল হক ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট রবিউল হাছান পলাশ, নোয়াখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল হক, নোয়াখালী আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী কবির, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের পিপি মোনাক্কের বাহার...
২ সহস্রাধিক সাবেক শিবির নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় প্রীতি সমাবেশ
বগুড়া প্রতিনিধি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জামায়াত-শিবিরের ব্যাপারে চোখ রাঙাবেন না। আমরা এদেশের মানুষ, আপনারাও এদেশের মানুষ। অনেকেই দালালি করেন আমরা করি না। বাংলাদেশ কারো বাপের দেশ নয়, কারো পারিবারিক সম্পত্তি নয়, ১৮ কোটি মানুষের বাংলাদেশ। ২০ বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ আশা করে এবার মানুষ ভোট দেবে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেন কোনো প্রকারে নির্বাচনে ক্ষমতায় আসতে কাউকে দেবে না জনগণ। আগামী দিনে ১৮ কোটি মানুষ দেশ পরিচালনা করবেন। শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত নেতা বলেন, একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে দ্রুত নির্বাচন...
টাঙ্গাইলে প্রেমের বলি কিশোর রাসেল
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে প্রেমিকাকে ভিডিও কলে রেখে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় পরিবারের মধ্যে শোকের মাতম চলছে। পরিবারের সদস্যরা এ ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি করছেন। পরিবার ও স্থানীয়দের অভিযোগ প্রেমের বলি হয়েছেন রাসেল। এদিকে এ ঘটনায় নিহতের ভাই বুধবার (২ এপ্রিল) রাতে আত্মহত্যা পরোচণার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। মামলার পরে বৃহস্পতিবার দুপুরে প্রেমিকা জিনিয়া আক্তার তমাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নিহত রাসেল (১৫) সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকার চান মিয়ার ছেলে। প্রেমিকা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকার জহিরুল ইসলামের মেয়ে জিনিয়া আক্তার তমা। সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের বাসার পাশেই প্রেমিকা জিনিয়া আক্তার তমার বাসা। স্থানীয় লোকজন নিহতের ছেলের বাসায় ভিড় করছেন। নিহতের পরিবারের সদস্যরা এমন...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর