রাজধানি ঢাকার বাইরে প্রথমবার সিলেটে লিভার সিরোসিস রোগির অটোলোগাস হেমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল থেরাপি সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে ঢাকা থেকে আগত একদল লিভার বিশেষজ্ঞ সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রক্রিয়াটি সম্পন্ন করেন।
পরে নগরের লামাবাজারে একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
তিনি জানান, স্টেম সেল থেরাপি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম অনুষঙ্গ। চিকিৎসাব্যবস্থা যেভাবে আধুনিকায়ন হচ্ছে তাতে ধরে নেওয়া যায় সামনে আমরা পার্সোনালাইজড মেডিসিনের যুগে প্রবেশ করছি। এক রোগীর এক রোগের জন্য এক মেডিসিন ব্যবহারের দিন বোধহয় আর খুব বেশি দূরে নয়।