পিরোজপুরের নাজিরপুরে লহ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে। নিহত লহ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, নুর ইসলাম শেখ নামের এক ব্যক্তি খেজুরের রস দিতে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে নিহত লহ্মী রানীর বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পাশর্বর্তী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে হাত-পা বাঁধা অবস্থায় মৃত দেখতে পান। নিহতের ছেলে তাপস কুমার ভক্ত বলেন, শুক্রবার তার মায়ের হত্যার খবর পেয়ে ওই দিন ভোরে তিনি বাড়িতে এসে বসত ঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তিনি জানান, স্থানীয় একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা। নাজিরপুর...
পিরোজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা
পিরোজপুর প্রতিনিধি
![পিরোজপুরে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738921765-afb1d03291c499ab875481be82369cd0.jpg?w=1920&q=100)
চা বাগান থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
![চা বাগান থেকে ৪র্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738920338-ea8ccdb15ae39b08738aeef74ac197b8.jpg?w=1920&q=100)
মৌলভীবাজারের কমলগঞ্জের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির নাম পূর্ণিমা রেলি (১১)। সে শমসেরনগর চা বাগানের ৬ নম্বর টিলার আপ্নান রেলির মেয়ে। সে ছিল শমসেরনগর প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী। মরদেহ পাওয়ার ১২ ঘণ্টা পূর্বে সে নিখোঁজ হয়েছিল। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শমসেরনগর চা বাগানের ক্যামেলিয়া লেকের পাশ থেকে পূর্ণিমা রেলির মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, বুধবার সন্ধ্যার আগে শমসেরনগর চা-বাগানের আপ্নান রেলির মেয়ে পূর্ণিমা রেলি পালিত গরু মাঠ থেকে আনতে বাড়ি থেকে বের হয়। কিন্তু সন্ধ্যার পর সে বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন রাতভর খোঁজাখুঁজি করে তাকে কোথাও খুঁজে পায়নি। বৃহস্পতিবার ফের পরিবার ও স্থানীয় চা শ্রমিকরা খোঁজ শুরু করলে এক...
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
![চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738920096-dc3842d8520b4086d22af94355b01c13.jpg?w=1920&q=100)
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে ওয়াদুদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা স্টেশনের রেললাইনে কাটা পড়েন তিনি। নিহত ওয়াদুদ হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতালপাড়ার আজমত আলীর ছেলে। নিহতের পরিচয় নিশ্চিতের পর দুপুর ১টায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির (জিআরপি) উপ-পরিদর্শক এসআই জগদীশ চন্দ্র বসু জানান, রাতে খুলনা থেকে ছেড়ে আসা নকশিকাঁথা ট্রেনে কাটা পড়ে মারা যান ওয়াদুদ হোসেন। স্টেশন মাস্টার বিষয়টি জানালে মরদেহটি উদ্ধার করা হয় এবং ঝিনাইদহের পিবিআই পুলিশকে জানানো হয়। পরে পিবিআই পুলিশ এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় নিশ্চিত করলে দুপুরে মরদেহটি হস্তান্তর করা হয়।...
ছাগলের ঘরে লুকিয়েও শেষ রক্ষা হলো না আব্দুস সামাদের
রাজশাহী প্রতিনিধি
![ছাগলের ঘরে লুকিয়েও শেষ রক্ষা হলো না আব্দুস সামাদের](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/07/1738919745-a6d6a20fd1a04ebfeddf784dafd3a5fc.jpg?w=1920&q=100)
রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদকে তার বাড়ির ছাগলের ঘর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সামাদের বাড়ি ঘিরে ফেলে। এটা জানতে পেরে তিনি বাড়ির ভিতরে ছাগলের ঘরে লুকিয়ে থাকেন। পরে পুলিশ সেখানে তল্লাশি করতে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। news24bd.tv/SHS