জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ৫ শতাংশ কোটার সেই আদেশ বাতিল করেছে সরকার। সোমবার (৩ মার্চ) আগের আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, গত বছরে জুলাই-আগস্টে অভ্যুত্থানে অনেক ছাত্র-জনতা আহত ও শহীদ হন। তাদের পরিবারের সদস্যদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির বিষয়ে গত ২০ ফেব্রুয়ারি জারীকৃত আদেশ বাতিল করে নতুন আদেশ জারি করা হলো। তবে, কোটার স্থলে আহত ও নিহতদের সন্তানদের জন্য স্কুলে ভর্তিতে লটারির জন্য নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত প্রতি শ্রেণিতে একজন করে ভর্তির জন্য আসন সংরক্ষিত থাকবে। আদেশে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানে আহত/শহীদ পরিবারের সদস্যদের আসন নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রমাণপত্র/গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং...
গণ-অভ্যুত্থানে হতাহতের সন্তানদের জন্য কোটার আদেশ বাতিল
অনলাইন ডেস্ক

আরও ২৯ প্রাথমিক বিদ্যালয় থেকে শেখ পরিবারের নাম বাদ
অনলাইন ডেস্ক

আর ২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। এই প্রাথমিক বিদ্যালয়গুলোর নামকরণ হয়েছিল পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে। রোববার (২ মার্চ) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে গত ২৬ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে ২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছিল। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা, ২০২৩ অনুযায়ী ২৯টি বিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো। বিদ্যালয়গুলো হলো বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লালডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর, বেতাগা বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ, জামালপুর পরিবর্তন করে বেতাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়,...
দুই মাস পরও মিলছে না সব পাঠ্যবই, সংকট কাটবে কবে?
নিজস্ব প্রতিবেদক

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার দুই মাস পার হলেও এখনো প্রাথমিক ও মাধ্যমিকের ৬ কোটি ৩৮ লাখের বেশি বই শিক্ষার্থীদের কাছে পৌঁছায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, কাগজ সংকটসহ নানা কারণে বই সরবরাহে এই বিলম্ব হচ্ছে। এর মধ্যে মাধ্যমিকের বই ৬ কোটি ২২ লাখের মতো। এনসিটিবি সূত্র জানায়, ৪ কোটির বেশি শিক্ষার্থীর জন্য ৩৯ কোটিরও বেশি বই ছাপানোর পরিকল্পনা থাকলেও দরপত্র, অনুমোদন, মুদ্রণ এবং কাগজ সংকটের কারণে বই সরবরাহ ব্যাহত হচ্ছে। অথচ শিক্ষা মন্ত্রণালয় এবং এনসিটিবি শীর্ষ পর্যায়ের ব্যক্তি থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বলেছিলেন, ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষার্থী সব বই পাবে। ১০ মার্চের মধ্যে বই বিতরণের লক্ষ্যে কাজ করা হলেও মুদ্রণকারীরা আশঙ্কা করছেন, কাগজের অপ্রতুলতার কারণে এই সময়সীমাও নিশ্চিত নয়। এনসিটিবির...
বার কাউন্সিল পরীক্ষার ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন
ইবি প্রতিনিধি

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের শিক্ষার্থীরা। সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের প্রধান ফটকে তারা এই কর্মসূচি করেন। এসময় বিসিএস সহ অন্যান্য চাকরির পরীক্ষার সাথে সামঞ্জস্য রেখে ফি নির্ধারণের দাবি জানান তারা। মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই, ৪০২০ টাকা ফি কি মগের মুল্লুক?, শিক্ষানবিশ আইনজীবীদের শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন, বাংলাদেশ বার কাউন্সিল সুবিবেচক সিদ্ধান্ত নিনসহ বিভিন্ন লেখা সংবলিত প্লাকার্ড দেখা যায়। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় আবেদন ফি চরম বৈষম্যমূলক। আবেদনের সময় আমাদের একবার ১০৮০ টাকা এবং পরীক্ষায় বসার আবেদনের সময় আবার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর