তিন দিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন রোববার (১৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। শেষ হবে ১৮ ফেব্রুয়ারি (বুধবার)। এবার সম্মেলনে ৩৫৩টি প্রস্তাব উঠছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা জানান, এবারের ডিসি সম্মেলন উপলক্ষে বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছ থেকে এক হাজার ২৪৫টি প্রস্তাব পায় মন্ত্রিপরিষদ বিভাগ। এর মধ্যে কার্যপত্রে অন্তর্ভুক্ত হওয়া ৩৫৩টি প্রস্তাবের ওপর সম্মেলনে আলোচনা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ দ্বিমত করায় এবং আগের ডিসি সম্মেলনে উপস্থাপিত হওয়ায় অনেক প্রস্তাব কার্যপত্রে রাখা হয়নি। ১৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের মুক্ত আলোচনা হবে। সন্ধ্যায় প্রধান...
ডিসি সম্মেলন: দ্বিমতে বাদ যাচ্ছে বহু প্রস্তাব
অনলাইন ডেস্ক
![ডিসি সম্মেলন: দ্বিমতে বাদ যাচ্ছে বহু প্রস্তাব](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739413751-c300ae434343b009621c000ef85bc849.jpg?w=1920&q=100)
আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
![আরব আমিরাতে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739407933-6bd8407bf6d5ceee8602e3fad4c3511f.jpg?w=1920&q=100)
ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে (ডব্লিউ জিএস) অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস দুবাই পৌঁছেছেন। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) তিনি দুবাই শহরে পৌঁছালে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ড. আহমদ বেলহুল আল ফালাসি তাকে স্বাগত জানান। এ সময় ড. আহমদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে সামিটে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে গত এক দশক ধরে দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া এই আন্তর্জাতিকভাবে খ্যাত সম্মেলন সম্পর্কে তাকে অবহিত করেন। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন, বিশেষ করে ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে দুই দেশের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় বৈদেশিক উপদেষ্টা তৌহিদ হোসেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব...
বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
![বিদ্যুৎ খাতে ভুটানের সহযোগিতা চায় বাংলাদেশ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739380046-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ বলেছেন, ভুটানের সাথে বিশেষ করে, বিদ্যুৎ ও বাণিজ্য ক্ষেত্রে আরো সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ভুটানের বিদায়ী রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকালে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশ ও ভুটানের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি আরও বলেন, ভুটানই প্রথম দেশ, যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ভুটান বাংলাদেশি জনগণের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। এ সময় রাষ্ট্রদূত কুয়েনসিল জোর দিয়ে বলেন, বাংলাদেশ এই অঞ্চলে ভুটানের একজন অবিচল অংশীদার এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন। সাক্ষাৎকালে এই অঞ্চলের জনগণের...
কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী
![কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়: ফারুকী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739379883-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, কোনো সংস্কৃতি অন্য সংস্কৃতির চেয়ে শ্রেষ্ঠ নয়। বুধবার (১২ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (আইসেস্কো)-এর সংস্কৃতি মন্ত্রীদের সম্মেলনে তিনি এ কথা বলেন। ফারুকী বলেন, কোনো সংস্কৃতি অন্যের চেয়ে ভালো বা শ্রেষ্ঠ নয়। এটি কেবলমাত্র ভিন্নতা। উপদেষ্টা একটি সক্রিয় আইসেস্কোর গুরুত্বের ওপর জোর দেন, যা সদস্য দেশগুলোর সংস্কৃতিকে বিশ্বের সামনে সর্বোত্তম উপায়ে উপস্থাপন করতে সহায়তা করতে পারে। তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আরও কার্যকর ও সম্পৃক্ত সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন, যা প্রতিটি সদস্য রাষ্ট্রে একটি গতিশীল সৃজনশীল অর্থনীতি ও সংস্কৃতি-শিল্প গঠনে সহায়তা করবে। তার বক্তব্যের শুরুতে, ফারুকী সেই বীর বাংলাদেশিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান,...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর