অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় নয়: হাইকোর্ট

সংগৃহীত ছবি

অ্যাম্বুলেন্স থেকে টোল আদায় নয়: হাইকোর্ট

অ্যাম্বুলেন্স থেকে কোন রকম টোল আদায় করা যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একই সাথে এ্যাম্বুলেন্স থেকে টোল আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আদেশে দেশের সকল সড়ক, মহাসড়ক, সেতু, টানেলের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স থামিয়ে টোল আদায়ের ঘটনায় রোগীর মৃত্যুর ঝুঁকির বিষয় তুলে ধরে এর বিরুদ্ধে কয়েকদফা দাবি তোলে বেসরকারি অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন।

বিষয়টি নজরে এনে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। এ বিষয়ে শুনানি নিয়ে এই আদেশ দেন আদালত। আদেশের কপি পাওয়ার পর থেকে সড়ক পরিবহন ও সেতু কর্তৃপক্ষকে আদেশ বাস্তবায়ন করার কথা বলা হয়েছে।

news24bd.tv/FA