‘ভাসানীর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না’ 

কাদের সিদ্দিকী

‘ভাসানীর আওয়ামী লীগ আর শেখ হাসিনার আওয়ামী লীগ এক না’ 

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘আমার জীবন বঙ্গবন্ধুকে নিয়ে। আমি আল্লাহ ও রসুলকে ছাড়া কারও ভয় করি না। আমার প্রেম, আমার ভালোবাসার সমস্তটাই বঙ্গবন্ধু।

বঙ্গবন্ধুকে না পেলে আমি একজন রিকশাওয়ালা বা গরুর রাখাল হতাম। বঙ্গবন্ধুকে পেয়ে আমি দেশকে ভালোবাসতে শিখেছি। অনেকেই দেশপ্রেমের কথা বলে, কিন্তু দেশপ্রেম অত সহজ জিনিস না, এটার জন্য অনেক ঘাত-প্রতিঘাত সহ্য করতে হয়। ’ শুক্রবার (৩০ আগস্ট) গাজীপুরের টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 

কাদের সিদ্দিকী বলেন, ‘মওলানা ভাসানীর আওয়ামী লীগ, মানুষের আওয়ামী লীগ, শেখ মুজিবের আওয়ামী লীগ আর শেখ হাসিনার আজকের আওয়ামী লীগ এক না। যে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা এনেছে, আর আজকের আওয়ামী লীগ এক না। আমি দল করেছি, কৃষক শ্রমিক জনতা লীগ। একমাত্র উদ্দেশ্য মানুষকে পাহার দেওয়া, সেবা করা। যতদিন বেঁচে থাকি, মানুষের জন্য কাজ করে যাবো। ’ 

তিনি বলেন, ‘আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে স্বাধীন করেছি। বঙ্গবন্ধুকে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। বঙ্গবন্ধুকে যতটা সম্মান দেওয়ার ততটুকু সম্মান দিয়ে আমাদের চলতে হবে। ঝড় তুফান আসে, আবার কেট যায়। কোনো দুর্যোগ চিরস্থায়ী নয়। ’

তিনি বলেন, ‘যখন অন্যায় হয়েছে প্রতিবাদ করেছি। মুক্তিযুদ্ধ করেছি। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করেছি। সবাই যখন ইঁদুরের গর্তে ছিল তখন প্রতিবাদ করেছি। তার জন্য সম্মান পায়নি। মানুষের কাছ থেকে পেয়েছি, কিন্তু যাদের কাছ থেকে পাওয়ার কথা তাদের কাছ থেকে পায়নি। ’

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক