পুলিশের গুলিতে শহীদ ইয়ামিন-রাকিবুলের নামে অডিটরিয়াম-মুক্তমঞ্চ

পুলিশের গুলিতে শহীদ ইয়ামিন-রাকিবুলের নামে অডিটরিয়াম-মুক্তমঞ্চ

নিজস্ব প্রতিবেদক

গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মিলিটারি অব সাইন্স টেকনোলজির (এমআইএসটি) ছাত্র শায়াখ আশ-হাবুল ইয়ামিন এবং মেকানিক্যাল বিভাগের সাবেক ছাত্র রাকিবুল হাসান শহীদ হন।  

ইয়ামিন ও রাকিবুলের স্মৃতি রক্ষায় শহীদ শায়াখ আশ-হাবুল ইয়ামিন এর নামে এমআইএসটি অডিটরিয়াম এবং শহীদ মো. রাকিবুল হাসান এর নামে মুক্তমঞ্চ নামকরণ করা হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) সকালে নামফলকের উদ্বোধন করেন এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম পারভেজ। এসময় তাদের পরিবারের সদস্য, ডীন,  শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এমআইএসটির কেন্দ্রীয় পাঠাগারে শহীদ ইয়ামিন-রাকিব কর্নার স্থাপন করা হয়। তাদের স্মৃতিকে ধারণ করতে উদ্বোধন করা হয় ওয়েব সাইটের। এসময় ইয়ামিন এবং রাকিবুলের বাবা সন্তানদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

news24bd.tv/তৌহিদ