ছাত্র-জনতা যা করেছে, তা কোনো রাজনৈতিক দলও পারেনি: মঈন খান

আবদুল মঈন খান

ছাত্র-জনতা যা করেছে, তা কোনো রাজনৈতিক দলও পারেনি: মঈন খান

অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আন্দোলনের যে স্ফুলিঙ্গ ছাত্র জনতা জ্বালিয়েছিল তা কোনো রাজনৈতিক দলও করতে পারেনি, কেন পারেনি তা নিয়ে ভাবতে হবে সব রাজনৈতিক দলগুলোকে। আর তাই অন্যতম শক্তিশালী স্বৈরাচারীর পতনও ঘটিয়েছে তারাই। ছাত্র জনতা যা করেছে, তা কোনো রাজনৈতিক দলও পারেনি। কারণ ছাত্রদের কোনো পিছুটান ছিল না।

 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে গণতন্ত্রে উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার তথা রাজনৈতিক দলের ভূমিকা" শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি।  

বৈঠকে যেকোনো নাশকতা বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠিন পদক্ষেপ নেবার আহ্বান জানান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের রোডম্যাপ প্রকাশ করার আহ্বান জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক।

এছাড়াও নির্বাচন দেবার আগে দেশের সার্বিক পরিস্থিতির ব্যাপক পরিবর্তন করে সুষ্ঠু নির্বাচন উপযোগী পরিবেশ তৈরি করার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না।

এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সবধরনের সহযোগিতা করার কথা জানান বদিউল আলম মজুমদার।  

সমাপনী বক্তব্যে আবদুল মঈন খান বলেন, যৌক্তিক সময়ের সীমা জানতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।

news24bd.tv/কেআই