ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেছেন, ঢাকা শহরের প্রতিটি শপিং সেন্টারে নিরাপত্তা বজায় রয়েছে। ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাতে রাজধানীর গুলশান-১ এ অবস্থিত পুলিশ প্লাজায় ঢাকা মহানগরে শপিংমল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি প্রসঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রেজাউল করিম মল্লিক বলেন, গুলশান, বনানী, ডিএনসিসি-১, ডিএনসিসি-২ এর মধ্যে যেসব শপিং সেন্টার রয়েছে সেগুলোতে আমি ঘুরে এসেছি। প্রতিটি শপিং সেন্টারে নিরাপত্তা বজায় রয়েছে। ডিএমপি থেকে যে নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে, সেই পরিকল্পনা মোতাবেক আমি ক্রেতা, দোকানদার এবং মালিক সমিতির নেতাদের সঙ্গে কথা বলেছি। তারা নিরাপত্তা ব্যবস্থায় আস্থা প্রকাশ করেছেন ও ধন্যবাদ...
রাজধানীর প্রতিটি শপিং সেন্টারে নিরাপত্তা বজায় রয়েছে: ডিবিপ্রধান
অনলাইন ডেস্ক

আগামীকাল গাবতলীতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
অনলাইন ডেস্ক

রাজধানীর গাবতলী বেড়িবাঁধ থেকে বিজিবি মার্কেট পর্যন্ত ইট, বালু ও পাথরের আড়ত ঘরসহ আশেপাশের অবৈধ দখল উচ্ছেদ অভিযান আগামীকাল বুধবার পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মঙ্গলবার (৪ মার্চ) ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন এ তথ্য জানান। তিনি বলেন, আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের উপস্থিতিতে এই অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া আগামী ৯ মার্চ থেকে সাতারকুল-ভাটারা এলাকায় সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)। এ বিষয়ে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, নতুন এলাকায় যেভাবে মাঠ ও খাল দখল হচ্ছে, এগুলো বন্ধে রাজউক, ওয়াসা, পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে যৌথভাবে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করব। আগামী সপ্তাহে আমরা ৯ মার্চ ভাটারা সূতিভোলা খাল দখলমুক্ত করতে অভিযান...
ঈদকে ঘিরে রাজধানীতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ডিবি: রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদক

ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ডিবি। পাশাপাশি নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর বেশ কয়েকটি শপিংমল পরিদর্শন শেষে গুলশান পুলিশ প্লাজায় সংবাদ সম্মেলনে এ সব কথা জানিয়েছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, খারাপ প্রকৃতির কোনো মানুষকেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর সব মার্কেটেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে দোকান ও মার্কেট মালিকরা। রেজাউল করিম মল্লিক জানান, ঈদের নিরাপত্তায় পুলিশের পেট্রোল টিম, টহল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম মাঠে কাজ করছে। এছাড়াও যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।...
রাজধানীতে বাসের চাপায় প্রাণ গেল ব্যবসায়ীর
অনলাইন ডেস্ক

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের ঢালে একটি বাসের চাপায় মো. পলাশ গনি (৪২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। মো. পলাশ গনি মতিঝিলে একজন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ছিলেন। নিহতের ভাতিজা রেজওয়ান শরিফ বলেন, আমার চাচার মতিঝিলে একটি মানি এক্সচেঞ্জ দোকান আছে। মোটরসাইকেলেযোগে বাসায় যাওয়ার পথে মালিবাগ চৌধুরী পাড়া ফ্লাইওভারের ঢালে ভিক্টর নামে একটি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কমিউনিটি হাসপাতালে এরপর ওখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল নিয়ে এলে চিকিৎসক চাচাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, পলাশ গনি নড়াইল...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর