রাজধানী বনানীর একটি হোটেল থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার এবং বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় হোটেলের ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে অভিযান পরিচালনা করে অবৈধ এসব বিয়ার-মদ জব্দ করা হয়। ৩০ জনের একটি দল প্রায় ৬ ঘণ্টার এই অভিযান পরিচালনা করে।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক অতিরিক্ত ডিআইজি তানভীর মমতাজ জানান, সুইট ড্রিম হোটেলে অভিযান চালিয়ে ১ হাজার ৫০০'র বেশি বিয়ারের ক্যান, প্রায় ১ হাজার বিদেশি মদ ও নগদ ৪ লাখ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।