পিরোজপুরে রাষ্ট্রদ্রোহীতার অভিযোগ এনে দায়ের করা মামলায় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অভিযোগের দ্বায় থেকে অব্যাহতি প্রদান করেছেন পিরোজপুরের অতিরিক্ত চীফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালত। আজ বুধবার আদালতের বিচারক মো: হেলাল উদ্দিন এ আদেশ প্রদান করেন। মামলার নথি ও আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক এডভোকেট মো: দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর দন্ড বিধি ১২৩ (ক) ধারায় তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং শেখ মুজিবুর রহমানকে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, নিন্দা ও উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগ এনে পিরোজপুর সদর থানায় এ মামলা দায়ের করেন। আজ ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোন উপাদান না থাকায় আসামিকে অভিযোগের দায়...
রাষ্ট্রদ্রোহের আরেক মামলায় খালাস তারেক রহমান
পিরোজপুর প্রতিনিধি
মমতার ললিপপের জবাবে রিজভীর আমলকী
নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মমতার কথার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, তিনি (মমতা) খুব মন খারাপ করেছেন। বলেছেন, আসেন উড়িষ্যা-বিহার দখল করতে, আমরা তো আর ললিপপ খাবো না। তবে আসেন আপনারা চট্টগ্রাম দখল করতে, আমরা কি আমলকী খাবো? আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভী বলেছেন, ওরা বাংলাদেশের মানুষের রক্তের তেজ, আত্মশক্তি, যে বীরত্ব এটা দিল্লির সাউথ ব্লক বুঝতে পারেনি। দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করবো, এই রক্ত আমাদের মধ্যে নেই। দিল্লির যারা সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা মনে রেখ, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য...
প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বান জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, গত ১৫ বছরে দেশের অনেক নাগরিকই ভোট দিতে পারেনি। অনেকেই আবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। ফ্যাসিবাদের আমলে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান তিনি। এসময় তিনি আরও বলেন, বিদেশে বসে যারা অন্যের সহায়তায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের মনে রাখা উচিত দেশের মানুষ কারও চোখ রাঙানিকে পরোয়া করে না।...
আগরতলা অভিমুখে বিএনপির তিন অঙ্গসংগঠনের লংমার্চ শুরু
অনলাইন ডেস্ক
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লংমার্চ শুরু করেছে বিএনপির তিন অঙ্গসংগঠনছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদল। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই লংমার্চের সূচনা হয়। নয়াপল্টনে সমাবেশের পর পল্টন-ফকিরাপুল-ইত্তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠে লংমার্চ যাত্রা শুরু করে। এরপর সাইনবোর্ড, চিটাগং রোড, কাঁচপুর মোড়, তারাবো, ভুলতা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা, ভেলানগর, ইটখোলা হয়ে ভৈরবে পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। ভৈরবে পথসভা শেষে লংমার্চ আখাউড়া স্থলবন্দর পর্যন্ত যাবে, যেখানে শেষ হবে এই কর্মসূচি। লংমার্চ চলাকালে ভৈরব ও আখাউড়া স্থলবন্দরে সমাপনী সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনগুলো। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার হেঁটে নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হবেন। এর আগে ৮...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর