মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে অন্তত দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন সংবাদ মাধ্যমকে জানান, নিহতরা হচ্ছেনঅদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। তাদের দুজনেরই বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। আলামিন বলেন, রাতের অন্ধকারে দ্রুতগতির একটি স্পিডবোট নদীতে নোঙর করে রাখা বাল্কহেডে ধাক্কা দিলে এ সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। তিনি বলেন, স্পিডবোটে ১০-১২ জন ছিলেন বলে জানতে পেরেছি। কয়েকজন এখনো নিখোঁজ রয়েছে। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, দুর্ঘটনাকবলিত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়। বাকি একজনের অবস্থা...
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত ২, অনেকে নিখোঁজ
দুই শতাধিক নেতাকর্মী থানায় ঢুকে ছিনিয়ে নিল আসামিকে
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে আটক যুবদল নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপি নেতাকর্মীরা। শুক্রবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে নিয়ে এলে থানায় জড়ো হন দুই-তিন শতাধিক বিএনপি নেতাকর্মী। এ সময় থানার ভেতরে ঢুকে পড়েন তারা। পুলিশের সাথে বাকবিতণ্ডার একপর্যায়ে তরিকুলকে টেনেহিঁচড়ে নিয়ে যান বিএনপি নেতাকর্মীরা। সেখানে উপজেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আসামি ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কথাবার্তা চলছে, উপজেলা যুবদলের সভাপতির পক্ষ হতে আসামিকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস পাওয়া গেছে। সর্বশেষ খবর অনুযায়ী, ওই এলাকায়...
মুন্সিগঞ্জে মেঘনা নদীতে বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক
মুন্সিগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেড ও স্পিডবোটের সংঘর্ষে দুইজন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। নিহতেরা হলেন অদুদ বেপারি (৩৫) ও নাঈম (৩০)। তাদের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের কালীপুরা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন এ খবর নিশ্চিত করে বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতের অন্ধকারে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। শুনেছি স্পিডবোটে ১০-১২ জন ছিল। গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, হাসপাতালে তিনজনকে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনকে নিহত অবস্থায় অবস্থায় আনা হয়। বাকি একজন গুরুতর আহত। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। গজারিয়া...
গোপালগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইট-পাটকেল ছোড়াছুড়িতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হয়। আজ শুক্রবার (১০জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ রাত ৯টা পর্যন্ত চলে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, মুকসুদপুরে কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও নির্বাহী কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ সমর্থকের দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ এর এক সমর্থক তার দেওয়া ক্যালেন্ডার বিতরণ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর