গাড়ির ফিটনেস, চালকের লাইসেন্স ও যান্ত্রিক ত্রুটির কারণে যদি সড়কে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিআরটি এর সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়ী করা হবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু উপদেষ্টা ফাওজুল করিম খান। শনিবার দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনের সরকারি বেসরকারি অংশীজনদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ নির্দেশনার কথা বলেন তিনি। পাশাপাশি রাস্তার কারণে যদি কোনো দুর্ঘটনা হয় তাহলে সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের দায়ী করা হবে বলেও জানান তিনি। দুর্ঘটনা কমাতে ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে আগামী ৩ মাসের মধ্যে সকল জেলা হাসপাতালের পাশাপাশি সিটি করপোরেশন এলাকার সব সরকারি হাসপাতালে চালকদের ডোপ টেস্ট চালুর নির্দেশ দেন তিনি। নকল লাইসেন্স যাচাইয়ে সরাসরি বিআরটিএর ডাটাবেজে ঢোকার অনুমোদন পাবে ট্রাফিক পুলিশ। উপদেষ্টা বলেন, এজন্য টহল বাড়াতে...
গাড়ির ফিটনেস-লাইসেন্সের কারণে দুর্ঘটনা হলে দায় বিআরটিএ সংশ্লিষ্ট কর্মকর্তার
নিজস্ব প্রতিবেদক
মার্চের মধ্যে ‘সাড়ে ৪ লাখ’ ড্রাইভিং লাইসেন্স দেওয়ার ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সাড়ে ৪ লাখ ড্রাইভিং লাইসেন্স পেন্ডিং আছে, মার্চের মধ্যে এগুলো ইস্যু হয়ে যাবে। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে তেজগাঁওয়ে বিআরটিএ ভবনে রোড সেফটিবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। লাইসেন্স দেওয়ার জটিল ব্যবস্থা থেকে সরে এসে এ প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, বর্তমান জটিল ব্যবস্থা থেকে সরে এসে দক্ষ ড্রাইভার ব্যবস্থার দিকে জোর দেওয়া হবে। একই সঙ্গে ড্রাইভারদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হবে। এছাড়া গাড়ির মালিকানা পরিবর্তন প্রক্রিয়া আরও সহজ করা হবে বলেও জানান মুহাম্মদ ফাওজুল কবির। news24bd.tv/নাহিদ শিউলী
কি ঘটেছিলো সেই ওয়ান ইলেভেনে?
অনলাইন ডেস্ক
আজ ১১ জানুয়ারি। সেই আলোচিত ওয়ান ইলেভেন। ১৭ বছর আগে, ২০০৭ সালের এই দিনে আবির্ভাব ঘটেছিল কথিত সেই ওয়ান ইলেভেন-এর। বিএনপি-জামায়াত জোট সরকারের একতরফা সংসদ নির্বাচনকে সামনে রেখে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জারি হয় জরুরি অবস্থা। পরে তত্ত্বাবধায়ক সরকারের আবরণে গঠিত হয় সেনা নিয়ন্ত্রিত অন্তর্বতীকালীন সরকার। দিনটিকে স্মরণীয় করে রাখতে পরবর্তীতে এটিকে ওয়ান ইলেভেন হিসেবে আখ্যা দেয়া হয় দিনটি ছিল বৃহস্পতিবার। দিনভরই চারদিকে ছিল নানা গুজব, গুঞ্জন। সার্বিক পরিস্থিতি ছিল থমথমে। এই অবস্থায় বিকেল ৪টার দিকে আওয়ামী লীগের তৎকালীন প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, শেখ ফজলুল করিম সেলিম ও কাজী জাফর উল্যাহ এবং সাধারণ সম্পাদক আব্দুল জলিল কানাডিয়ান হাইকমিশনারের বাসায় এক বৈঠকে যোগ দেন।...
‘বিশ্বের কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি-আ.লীগ-জামায়াতের আছে’
নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালীদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন। শনিবার সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় তিনি আরও বলেন, এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্রান্ডিয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্রান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফলছে। উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি এই বিনিয়োগ অনেক বাড়বে। খুব তাড়াতাড়ি আমরা আশা করছি একটি রোডম্যাপ এসে যাবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর