বাগেরহাটের শরণখোলা উপজেলায় মহিমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে শ্বশুর বাড়ির পুকুরে পড়েছিল ওই গৃহবধূ। সেখান থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত মহিমা ওই গ্রামের সৌদি প্রবাসী ইসরাফিল পহলানের স্ত্রী। একই ইউনিয়নের শাহজাহান হাওলাদারের মেয়ে। তার ১০ বছরের একটি ছেলে রয়েছে। নিহতের মা মিনারা বেগম জানান, জামাই সৌদি থাকায় নাতিকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকতেন তার মেয়ে। শশুর ও শাশুড়ি প্রায়ই তার মেয়েকে নির্যাতন করতো। তারা মেরে তার মেয়েকে পুকুরে ফেলে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। শশুর রুহুল পহলান জানান, তার পুত্রবধূ ভোররাতে টয়লেট করতে...
প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বাগেরহাট প্রতিনিধি
![প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739363136-37cad6c76937d6ef3d9308ef9ad20d65.jpg?w=1920&q=100)
বন্ধ হচ্ছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর
সিলেট প্রতিনিধি
![বন্ধ হচ্ছে হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739362287-dd24e5303942fdcb9729c51c7a5c749e.jpg?w=1920&q=100)
সিলেট বিভাগের হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর হচ্ছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৬টি অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দর প্রাথমিকভাবে বন্ধ ঘোষণা করার সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ৮টি স্থলবন্দর কার্যকর বা অকার্যকরের বিষয় যাচাইয়ের লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটি এ সুপারিশ করেছে। এর মধ্যে সিলেট বিভাগের একটি স্থলবন্দরও রয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের সভা কক্ষে নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের নিকট উক্ত কমিটি পর্যবেক্ষণ ও সুপারিশ উপস্থাপন করে। প্রাথমিক ভাবে বন্ধ বা অকার্যকরের জন্য সুপারিশকৃত স্থলবন্দরগুলো হচ্ছে- সিলেট বিভাগের হবিগঞ্জের বাল্লা স্থলবন্দর, নীলফামারীর চিলাহাটি স্থলবন্দর,...
বিশেষ কারণে ‘মাছ মিষ্টি’র দাম ৯ হাজার টাকা
![বিশেষ কারণে ‘মাছ মিষ্টি’র দাম ৯ হাজার টাকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739357982-d312bae589df597c802c5cd82b0ade65.jpg?w=1920&q=100)
বগুড়ার গাবতলীর ইছামতি নদীর তীরে ৪০০ বছরের গ্রামীণ ঐতিহ্যের পোড়াদহ মেলা মাছের জন্য বিখ্যাত। ঐতিহ্যের পোড়াদহ মেলায় ভোর থেকে দিনব্যাপী মেলার বেশিরভাগ জুড়ে স্থান পায় বিভিন্ন প্রজাতির মাছ। বড় বড় মাছের নাম শোনা যায় এ মেলায় আসা নানা শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে। সেই মাছকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয় বাহারি মিষ্টান্ন সামগ্রী। নাম দেওয়া হয় মাছ মিষ্টি। মেলায় বাতাসে ঘ্রাণ ছড়ায় এসব মিষ্টির। মাছের পাশাপাশি এসব মিষ্টান্ন সামগ্রী বেচাবিক্রিতেও বেশ সুনাম রয়েছে এ মেলার। পোড়াদহ মেলায় মাছ মিষ্টি এক ভিন্ন আকর্ষণ। মেলায় এবার সর্বোচ্চ ১৫ কেজি ওজনের একটি মাছ মিষ্টির দাম হাঁকা হয়েছে ৯ হাজার টাকা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলায় আসা আল-আমিন মিষ্টান্ন ভাণ্ডারে ১৫ কেজি ওজনের এ মাছ মিষ্টির দেখা মেলে। মিষ্টি বিক্রেতা...
বগুড়ায় শুরু ৩শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা
বগুরা প্রতিনিধি
![বগুড়ায় শুরু ৩শ বছরের ঐতিহ্যবাহী পোড়াদহ মাছের মেলা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739355700-05d36036d2a7e8059238f0b667350b6d.jpg?w=1920&q=100)
সন্ন্যাসী পূজা উপলক্ষে প্রতিবছর মাঘ মাসের শেষ বুধবার গাবতলীর ইছামতির তীরে পোড়াদহ মেলা বসে। প্রায় ৩শ বছরের অধিক সময় ধরে চলে আসা এ রীতি, এবারো ব্যতিক্রম হয়নি। শিশু কিশোর, নারী পুরুষ সহ সব বয়সী মানুষের ঢল নামে মেলায়। গ্রামের প্রতিটি বাড়িতে আসে মেয়ে জামাইসহ স্বজনরা। মাছ ও মিষ্টির জন্য বিখ্যাত এ মেলাকে ঘিরে শতাধিক গ্রামজুড়ে চলছে অতিথি আপ্যায়ন ও আনন্দ উৎসব। দিনব্যাপি এ মেলায় জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের জেলা থেকে প্রায় লাখো মানুষ আসে। বিশাল আকৃতির মাছ, আর বড় বড় মিষ্টি কেনাবেচার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপি মেলা। বিশাল আকৃতির মাছ, আর বড় বড় মিষ্টি কেনাবেচার মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপি মেলা। পাখি মাছ ছাড়াও রুই, কাতলা, চিতল, বোয়াল, বিগ হেড, আইড়, সিলভার কার্প ও কার্পসহ সামুদ্রিক নানা জাতের মাছ উঠেছে। মেলায় শিশুদের জন্য খেলাধূলার সামগ্রী ছাড়াও রয়েছে হরেক...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর