বাংলাদেশ ভারত সীমান্তে চলছে উত্তেজনা। এর মধ্যেই সীমান্তে মানবিকতা দেখালো বিজিবি-বিএসএফ। তাদের সহায়তায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের জিরো লাইনে বাংলাদেশি মাকে শেষ বিদায় জানিয়েছেন ভারতে বসবাসরত তার মেয়ে। মৃত আসিয়া বেগম (৮০) সাতক্ষীরার দেবহাটা উপজেলার দেবহাটা গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর স্ত্রী। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ বাড়িতেই তার মৃত্যু হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ঘোজাডাঙ্গা জিরো লাইনে বাংলাদেশি মৃত মাকে শেষবিদায় জানিয়েছে ভারতে বসবাসরত মেয়ে। মৃত্যুর আগে আসিয়া বেগম ভারতে বসবাসরত তার মেয়ের কাছ থেকে শেষবিদায় নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন। আসিয়া বেগম মেয়ে শরিফা বেগম ভারতের উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার হরিপুর গ্রামে স্বামী-সন্তান নিয়ে থাকেন। ৪ দশকেরও বেশি সময় আগে শরিফা বেগমের বিয়ে হয় ভারতে।...
সীমান্তের জিরো লাইনে মাকে শেষ বিদায় জানালেন মেয়ে
সাতক্ষীরা প্রতিনিধি
![সীমান্তের জিরো লাইনে মাকে শেষ বিদায় জানালেন মেয়ে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369619-0eec91ebc13b9843f0e95aad08d9c447.jpg?w=1920&q=100)
মাকে গাছের সঙ্গে বেঁধে বসত ঘরে আগুন দিলো ছেলে
অনলাইন ডেস্ক
![মাকে গাছের সঙ্গে বেঁধে বসত ঘরে আগুন দিলো ছেলে](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739369167-d792b8b490aef953d009f0fbd3211c80.jpg?w=1920&q=100)
পিরোজপুরের ইন্দুরকানীতে নিজের মাকে সুপারি গাছের সঙ্গে বেঁধে বসতঘর পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে দিয়েছে ছেলে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার প্রত্যন্ত চরনী পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চরনী পত্তাশী গ্রামের জয়নাল কাজীর ছেলে আল-আমিন পরকীয়া ও মাদকাসক্তির কারণে সেনাবাহিনী থেকে ২০২৪ সালে চাকরিচ্যুত হন। আলআমিনের চারিত্রিক সমস্যার কারণে তার দ্বিতীয় স্ত্রীও তাকে ডিভোর্স দেন। এ ঘটনায় আল-আমিন তার বাবাকে দোষারোপ করতে থাকে। রোববার সকালে আল-আমিন চট্টগ্রাম থেকে বাড়ি এসে তার পিতাকে হত্যার জন্য দা নিয়ে ঘুরতে থাকে। এলাকাবাসী পুলিশে খবর দেয়। ইন্দুরকানী থানার পুলিশ তার বাড়িতে গেলে আল-আমিন পালিয়ে যায়। পরে পুলিশ চলে যাওয়ার পর আলআমিন উত্তেজিত হয়ে তার মাকে ঘর থেকে টেনে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে রেখে পেট্রোল দিয়ে বসত ঘরটি আগুনে পুড়িয়ে দেয়।...
বিএনপির শক্তি হচ্ছে ‘উপরে আল্লাহ, নিচে জনগণ’: সোহেল
অনলাইন ডেস্ক
![বিএনপির শক্তি হচ্ছে ‘উপরে আল্লাহ, নিচে জনগণ’: সোহেল](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739368397-18fa6735c62135b541658da000b5bacf.jpg?w=1920&q=100)
বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিএনপির শক্তি হচ্ছে উপরে আল্লাহ আর নিচে জনগণ। জনগণের যেনো কোনো ক্ষতি না হয়, এ ব্যাপারে শহীদ জিয়াউর রহমানের সৈনিকদের সচেতন থাকতে হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর সদরের দিগপাইত মোড়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাবিব উন নবী খান সোহেল বলেন, আগামীতে এমন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে, যেখানে কোনো অত্যাচার, নির্যাতন ও পুলিশি হয়রানি থাকবে না। দেশের মানুষ স্বাধীনভাবে বসবাস করবে। দেশকে পরিপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করা হবে। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলনসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।...
ফরিদপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত
অনলাইন ডেস্ক
![ফরিদপুরে ট্রাকচাপায় ইজিবাইকের ২ যাত্রী নিহত](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739366264-d0f09abd92817b94efa238d01f07fa4f.jpg?w=1920&q=100)
ফরিদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত ইজিবাইকের ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়ালন্দ-তাড়াইল আঞ্চলিক সড়কের আদমপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজিবাইকের চালক আবুল হাসেম পাট্টাদার (৩০) ও যাত্রী লাবলু শেখ (৩২)। জানা যায়, ইজিবাইকটি খলিল মণ্ডলের হাট থেকে ফরিদপুর শহরের দিকে যাচ্ছিল। পথে সড়কের খানাখন্দ থাকা অংশে বিপরীত দিক থেকে আসা সিমেন্টভর্তি একটি ট্রাক গাড়িটিকে চাপা দেয়। এতে এটি দুমড়েমুচড়ে দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া ট্রাকটি রাস্তার পাশের পড়ে উল্টে যায়। তখন ট্রাকচালক ও সহকারী দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন ইজিবাইকের হতাহত আরোহীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর