নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী তারুণ্যের উৎসব শুরু হয়েছে (মঙ্গলবার)। উৎসবের শেষদিন বৃহস্পতিবার মঞ্চ মাতাবেন নগর বাউল জেমস। উৎসবের শেষ দিন বৃহস্পতিবারে অনুষ্ঠিত হবে একটি কনসার্ট। এতে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় রকস্টার মাহফুজ আনাম জেমস ও তার ব্যান্ডদল নগরবাউল। তাদের সঙ্গে কনসার্টে গান পরিবেশন করবে দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। বিষয়টি নিশ্চিত করে আয়োজকরা জানিয়েছে, পুরো কনসার্টটি উন্মুক্ত থাকবে এবং কোনো টিকিটের প্রয়োজন হবে না। কনসার্টটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে, যেখানে সাড়ে ৬টায় মঞ্চে উঠবেন শিল্পীরা এবং কনসার্টটি চলবে মধ্যরাত পর্যন্ত। news24bd.tv/RU
আগামীকাল ‘তারুণ্যের উৎসবে’ ঢাবিতে গাইবেন জেমস
অনলাইন ডেস্ক
![আগামীকাল ‘তারুণ্যের উৎসবে’ ঢাবিতে গাইবেন জেমস](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739361443-3fa694326b65fffca22b9a169b564328.jpg?w=1920&q=100)
হৃদরোগের প্রাথমিক উপসর্গ হতে পারে বুকজ্বালা
ডা. এম শমশের আলী
অনলাইন ডেস্ক
![হৃদরোগের প্রাথমিক উপসর্গ হতে পারে বুকজ্বালা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739360642-8b120d582de95f78ade044a32f14f89a.jpg?w=1920&q=100)
ঝালজাতীয় খাদ্য গ্রহণের পর অল্প পরিমাণে ঢেঁকুর উঠেছে, খেয়াল করে দেখবেন বুক ও গলা ঝালের কারণে জ্বালাপোড়া করছে, একটু পানি পান করলে অল্প সময়ের মধ্যেই জ্বালা কমে যাবে। এ ধরনের অনুভূতিকেই বুকজ্বালা বলা হয়। পেটভরে খাওয়ার পর শক্তিপ্রয়োগের কাজ করতে থাকলে এ ধরনের ঢেঁকুর ও বুকজ্বালায় আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পায়। পাকস্থলী ও খাদ্যনালির সংযোগস্থলে একটি শক্ত Sphincter থাকে। যার ফলে পাকস্থলীতে চাপ বৃদ্ধি পাওয়ার ফলেও এই Sphincter এর অবরোধের জন্য খাদ্যবস্তু পাকস্থলী থেকে গলায় ও বুকে অবস্থিত খাদ্যনালিতে প্রবেশ করতে পারে না। ফলে স্বাভাবিক অবস্থায় পাকস্থলীর খাদ্যবস্তু খাদ্যনালিতে আসতে পারে না। তবে যদি কোনো কারণে Sphincter দুর্বল হয়ে গেলে, বমি হওয়ার প্রবণতা দেখা দিলে এবং জন্মগতভাবে অথবা বংশগতভাবে এই Sphincter দুর্বল থাকলে প্রায়ই এ ধরনের পরিস্থিতির উদ্ভব হয়। ফলশ্রুতিতে ব্যক্তি...
সানি লিওনের অশালীন ছবি দেখিয়ে টাকা উপার্জন করতেন ভাই
অনলাইন ডেস্ক
![সানি লিওনের অশালীন ছবি দেখিয়ে টাকা উপার্জন করতেন ভাই](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739360217-dd24e5303942fdcb9729c51c7a5c749e.jpg?w=1920&q=100)
সানি লিওন হলেন প্রথম ভারতীয় নারী, যিনি প্লেবয় ম্যাগাজিনের কভারে শোভা বাড়িয়েছিলেন। এই সাহসী সিদ্ধান্ত তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিলেও, ব্যক্তিগত জীবনে এনে দেয় নানা জটিলতা। শত চেষ্টা করেও প্রাক্তন নীল ছবির তারকা সানি লিওন অতীতের ছাপ নিজের জীবন থেকে পুরোপুরি মুছে ফেলতে পারেননি। বলিউডে পা রাখার পর থেকে নিজেকে একজন পেশাদার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলেও, এখনও অনেক পরিচালক ও প্রযোজকের মনে তার অন্ধকার দুনিয়ার অধ্যায়ই বারবার ভেসে ওঠে। অথচ সানির ইচ্ছা ছিল, সেই অধ্যায়কে পেছনে ফেলে শুধুমাত্র অভিনয়ের জগতে নিজের পরিচয় গড়ে তোলা। সানির কথায়, সেই সময়ের অভিজ্ঞতা সহজ ছিল না এমনকি মা-বাবার কাছেও ছোট হতে হয়েছিল। পারিবারিক টানাপোড়েনে একটা সময় তাকে বাবার বাড়িও ছাড়তে হয়েছিল। তবে সানি লিওনের জীবনের গল্পের একটি মজার দিকও আছে। তার তৈরি তথ্যচিত্রে...
লেখাপড়ায় কেমন ছিলেন দীপিকা?
অনলাইন ডেস্ক
![লেখাপড়ায় কেমন ছিলেন দীপিকা?](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739359486-bcdbca56b7993a7b898f8a0239fd2c01.gif?w=1920&q=100)
বলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। অভিনয় ক্যারিয়ারে সফল তিনি। তবে লেখাপড়ায় কেমন ছিলেন? সাধারণত অভিনেতা-অভিনেত্রীরা লেখাপড়ায় কেমন ছিলেন, তাঁরাও কি স্কুল-কলেজে ফার্স্ট, সেকেন্ড হতেন? নাকি রেজাল্ট ছিল একেবারে সাধারণ? সেলিব্রেটিদের জীবনের এই বিষয়টি জানতে সকলেই আগ্রহী। সম্প্রতি, পরীক্ষা পে চর্চার একটি এপিসোডে ছাত্রছাত্রীদের মনের জোর বাড়াতে বেশ কিছু বিষয় তুলে ধরেন দীপিকা। কোন সাবজেক্টে বড্ড ভয় ছিল অভিনেত্রীর? ছাত্রছাত্রীদের মনের ভিতর কোনও বিষয়কে অযথা চেপে না রেখে মনের কথা প্রকাশ করতে বলেন দীপিকা। পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে খোলামেলা আলোচনা করার পরামর্শও দেন তিনি। অভিনেত্রীর কথায়, আমরা সকলেই নানা সময়ে মানসিক চাপের সম্মুখীন হই। আমি নিজেও অঙ্কে ভীষণই দুর্বল ছিলাম। এখনও অবশ্য তাই-ই আছি। প্রধানমন্ত্রী...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর