নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানীকে গ্রেপ্তার হয়েছে। গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সিংড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গোলাম রাব্বানী সিংড়া পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি এলাকার শোলাকুড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি আসমাউল হক। বিস্তারিত আসছে...
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
![নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী গ্রেপ্তার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441877-fc2347a23c26e3a3a9fc5c865d63c58d.jpg?w=1920&q=100)
২৩ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, লাখ টাকা জরিমানা
অনলাইন ডেস্ক
![২৩ বস্তা মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ, লাখ টাকা জরিমানা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441824-c365835791d8adf9f9f5422ac1541399.jpg?w=1920&q=100)
নাটোরে মেয়াদোত্তীর্ণ ২৩ বস্তা খেজুর সংরক্ষণ করায় এক ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সদরের মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজ অভিযান চালিয়ে প্রদীপ দত্ত নামের এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইসতিয়াক আহম্মেদ জানান, মোকরামপুর এলাকার রিজিয়া কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোল্ড স্টোরেজে মেয়াদোত্তীর্ণ ২৩ বস্তা খেজুর উদ্ধার করা হয়। এ সময় প্রদীপ দত্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে মেয়াদোত্তীর্ণ খেজুর ধ্বংস করা হয়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর, কৃষি বিপণন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।...
চুরি হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর
পিরোজপুর প্রতিনিধি
![চুরি হওয়া মোবাইল ও টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441637-140ec271f3962c4ce64447eae1cdd4b2.jpg?w=1920&q=100)
বিভিন্ন সময় চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ৪০টি মোবাইল, অনলাইন ট্রানজেকশনের ৯০ হাজার টাকা এবং হ্যাকড হওয়া ৩টি ফেইজবুক একাউন্ট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ। জেলা পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার সার্বিক সহযোগিতায় মোবাইল ফোন, টাকা ও হ্যাক একাউন্ট উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় মোবাইল ফোন ও টাকাগুলো গ্রাহকদের বুঝিয়ে দেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মোঃ মুকিত হাসান খাঁনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, বিদেশে থাকা এক পুরুষের ইমো একাউন্ট হ্যাকড করে তার স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয় একটি চক্র। এই ঘটনায় থানায় জিডি দায়ের হওয়ার পর পুলিশ কুষ্টিয়া থেকে...
কেরুর চত্বরে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী
চুয়াডাঙ্গা প্রতিনিধি :
![কেরুর চত্বরে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739441227-76fdb23bb2843370004cdba507c368da.jpg?w=1920&q=100)
চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানির (চিনিকল) চত্বরে ঝোপের মধ্যে বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলটি ঘিরে রেখেছেন আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল স্কচটেপ মোড়ানো একটি বস্তু দেখতে পান। সন্দেহজনক বস্তুটি দেখে তারা দর্শনা থানা পুলিশ ও আর্মি ক্যাম্পে দ্রুত খবর দেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।পরে সেখানে আসে র্যাবের একটি দল। এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর জানান, বস্তুটি কী হতে পারে, সেটি এখনই বলা সম্ভব নয়। তবে, র্যাবের বোমা ডিসপোজাল ইউনিটকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর