বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ-এ শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিকমেলা। এতে দেশি-বিদেশি ৮০০টির বেশি কম্পানির স্টল রয়েছে। চার দিনব্যাপী মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত। গতকাল বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ-এ শুরু হওয়া মেলা বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুর রহিম খান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ। মেলায় বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপানসহ বিভিন্ন দেশের...
আইসিসিবিতে এক ছাদের নিচে দেশি-বিদেশি ৮০০ কম্পানি
প্লাস্টিকমেলা চলবে শনিবার পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক
![আইসিসিবিতে এক ছাদের নিচে দেশি-বিদেশি ৮০০ কম্পানি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739420427-89efb4629d1d57e188d4429cfe886429.jpg?w=1920&q=100)
লোকসানি প্রতিষ্ঠান দেখতে আইএফআইসি বোর্ডের বিদেশ ভ্রমণ!
অনলাইন ডেস্ক
![লোকসানি প্রতিষ্ঠান দেখতে আইএফআইসি বোর্ডের বিদেশ ভ্রমণ!](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739420681-d8a66eb8e0e0802b4abbdd748d8dda7a.jpg?w=1920&q=100)
বহু দিন ধরে লোকসানে ডুবে আছে আইএফআইসি মানি ট্রান্সফার (ইউকে) লিমিটেড। গত বছর ৯ মাসে এক্সচেঞ্জ হাউজটি প্রায় আড়াই কোটি টাকার অধিক লোকসান করেছিল। অথচ এ লোকসানি এক্সচেঞ্জ হাউজ দেখার জন্য লন্ডনে আট দিনের বিলাস ভ্রমণে যাচ্ছে আইএফআইসি ব্যাংকের পরিচালনা বোর্ড। এ জন্য ব্যাংকের অর্থে বিজনেস ক্লাসে ভ্রমণ করবেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান, পাঁচ পরিচালক ও কোম্পানি সচিব। যদিও চেয়ারম্যানসহ চার পরিচালকই ব্যাংকের শেয়ার হোল্ডার নন। এ দিকে লন্ডনে যাওয়া-আসা ও থাকাকালীন আট দিনের জন্য তারা নেবেন মোটা অঙ্কের টিএ/ডিএ বিল। মূলত এভাবেই প্রায় ৭৯ লাখ টাকা ব্যয় করবেন আইএফআইসির পরিচালনা বোর্ড। যদিও ২০১০ সালে প্রতিষ্ঠিত এক্সচেঞ্জ হাউসটির জন্য আইএফআইসি ব্যাংককে নিয়মিতই লোকসান গুনতে হচ্ছে। সূত্র মতে, গত ৮ জানুয়ারি আইএফআইসি ব্যাংকের ৯০৬তম বোর্ড সভায় লন্ডন এক্সচেঞ্জ...
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
অনলাইন ডেস্ক
![বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739415258-3ff382cb4caa8efd434d86091a369356.jpg?w=1920&q=100)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার ১৩ ফেব্রুয়ারি ২০২৫ বিনিময় হার তুলে ধরা হলো- বৈদেশিক মুদ্রার নাম বাংলাদেশি টাকা ইউ এস ডলার-১২২ টাকা ২ পয়সা ইউরোপীয় ইউরো-১৩২ টাকা ব্রিটেনের পাউন্ড-১৫৪ টাকা ৪০ পয়সা ভারতীয় রুপি-১ টাকা ২৯ পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত-২৫ টাকা ৬৮ পয়সা সিঙ্গাপুরের ডলার-৯০ টাকা ৩৬ পয়সা সৌদি রিয়াল-২৯ টাকা ২৭ পয়সা কানাডিয়ান ডলার-৮৯ টাকা অস্ট্রেলিয়ান ডলার-৭৯ টাকা ০১ পয়সা কুয়েতি দিনার-৩৯৭ টাকা ৯২ পয়সা ** যেকোনো সময় মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।...
এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার ফ্রিজ
অনলাইন ডেস্ক
![এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার ফ্রিজ](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/13/1739387336-5d1d2a29c1ebac503ab77df0fb103652.jpg?w=1920&q=100)
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৪৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের বাজারমূল্য ৫ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক (প্রসিকিউশন) আমিনুল ইসলাম বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের নামে যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ারের মালিকানা রয়েছে। এর মূল্য ৫১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা। যা হস্তান্তরের চেষ্টা করছেন তারা। তিনি আবেদনে বলেন, এই সম্পদ হস্তান্তর সম্পন্ন করতে পারলে ধারাবাহিকতায় মামলা দায়ের, আদালতে চার্জশিট দাখিল, আদালত কর্তৃক বিচার শেষে সাজার...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর