বিশ্বকাপ ফাইনালের প্রায় দেড় বছর পর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে নেমে ভারতের শুবমান গিলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে স্কোরবোর্ডে উঠল ৩৫৬। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) রান তাড়া করতে নেমে ইংল্যান্ড গুটিয়ে গেল ২১৪ রানে। ভারত ১৪২ রানে শুধু ম্যাচই জেতেনি, তিন ম্যাচের সিরিজও জিতল ৩-০ ব্যবধানে। ইংল্যান্ডকে হারিয়েস আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। যেখানে প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও পারেননি শুবমান গিল। আউট হয়ে গিয়েছিলেন ৮৭ ও ৬০ রানে। তবে তৃতীয় ওয়ানডেতে আজ আর হতাশ হতে হয়নি ভারতীয় ওপেনারকে। ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন গিল। তাতে দুটি রেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী ভারতীয় এই ব্যাটার।...
গিলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড
অনলাইন ডেস্ক
![গিলের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ভারতের কাছে বিধ্বস্ত ইংল্যান্ড](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739377304-32a98aa2cecf15c379fa4e722d4742b5.jpg?w=1920&q=100)
পাকিস্তানকে রানের পাহাড় লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
অনলাইন ডেস্ক
![পাকিস্তানকে রানের পাহাড় লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739368447-95ca1bc6afcffae6d6d4c13b824dc903.jpg?w=1920&q=100)
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান। সিরিজের দুই ম্যাচ জিতে আগেই ফাইনালে পা রেখেছে নিউজিল্যান্ড। এবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। এই ম্যাচটি ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে, তারাই ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে কোনো সেঞ্চুরি ছাড়াই ৫ উইকেটে ৩৫২ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে যেতে হলে পাকিস্তানকে করতে হবে ৩৫৩। দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটার সেঞ্চুরি পাননি। অধিনায়ক টেম্বা বাভুমা ৯৬ বলে ৮২, ম্যাথিউ ব্রিটজকে ৮৪ বলে ৮৩ আর হেনরিখ ক্লাসেন খেলেছেন ৫৬ বলেই ৮৭ রানের ইনিংস। ক্লাসেনের বিধ্বংসী ইনিংসে ১১টি চারের সঙ্গে ছিল ৩টি ছক্কা। আরও পড়ুন ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী...
ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানের পাহাড়, গিলের সেঞ্চুরি
অনলাইন ডেস্ক
![ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রানের পাহাড়, গিলের সেঞ্চুরি](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367672-e0079216089f03035a0d23224d16bb87.jpg?w=1920&q=100)
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিজেদের শেষ ওয়ানডেতে ব্যাট হাতে দাপট দেখালো ভারত। শুবমান গিলের দুর্দান্ত শতক ও শ্রেয়াস আইয়ারের ঝড়ো ইনিংসে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ৩৫৬ রান তোলে স্বাগতিকরা। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান। ব্যাট করতে নেমে শুরুতে রোহিত শর্মার উইকেট হারালেও দুর্দান্ত সেঞ্চুরি করেন ওপেনার শুভমান গিল। রানে ফিরলেন বিরাট কোহলি এবং স্রেয়াশ আইয়ার। এই তিনজনের দায়িত্বশীল তিনটি ইনিংস ভারতকে রান পাহাড়ে তুলে দেয়। আরও পড়ুন ২১ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন যুব বিশ্বকাপ জয়ী ওপেনার ১২ ফেব্রুয়ারি, ২০২৫ বিরাট কোহলি আউট হন ৫৫ বলে ৫২ রান করে। তবে শুভমান গিলের সঙ্গে ১১৬ রানের বিশাল জুটি গড়ে তোলেন তিনি। ২২৬ রানের মাথায় আউট হন শুভমান...
১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন
অনলাইন ডেস্ক
![১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/12/1739367195-c69a077fae39586c58226ea90f6f4a45.jpg?w=1920&q=100)
দেশে জেলা ও উপজেলায় স্টেডিয়াম রয়েছে। উপজেলা পর্যায়ের স্টেডিয়াম শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামকরণ প্রকল্প ছিল। জাতীয় ক্রীড়া পরিষদ বুধবার ১৫০ মিনি স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে। জাতীয় ক্রীড়া পরিষদ স্টেডিয়ামগুলো স্ব স্ব উপজেলার নামেই নতুন নামকরণ করেছে। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি উপজেলা মিনি স্টেডিয়াম, দেবীগঞ্জ, পঞ্চগড় নামকরণ হয়েছে। এ রকম ১৫০ উপজেলার নামেই স্টেডিয়াম গুলোর নতুন নামকরণ হয়েছে। এনএসসির সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি আজ এই সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেন। যা উপজেলা নির্বাহী অফিসারের পাশাপাশি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়েছে। অনুলিপি মন্ত্রীপরিষদ সচিব, মুখ্য সচিবসহ সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট পর্যায়ে প্রেরণ করা হয়েছে। দেশের নানা স্থাপনার মতো ক্রীড়াঙ্গনের অনেক স্থাপনাও বিগত...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর