নাটোরের বড়াইগ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে দুই ভাইয়ের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার আগ্রান গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, আগ্রান গ্রামের ইব্রাহিম সরকারের ছেলে মুদি ব্যবসায়ী জহুরুল ইসলাম বাবলু নীচতলায় এবং তার ভাই গরু ও পুকুর ব্যবসায়ী রেজাউল করিম একই বাড়ির উপরতলায় বসবাস করতেন। বুধবার রাত দেড়টার দিকে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল প্রথমে বাবলুর দরজায় নক করে। এ সময় নিজেদের কেউ ডাকছে ভেবে দরজা খুলে দিলে বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতরা। পরে তাদের দিয়ে উপর তলায় রেজাউল করিমকে ডেকে দরজা খুলে বাড়িতে থাকা সবাইকে দড়ি ও গামছা দিয়ে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের দুই পরিবারের আলমারির ভেঙ্গে গরু বিক্রির নগদ সাড়ে ৪ লাখ টাকা ও মোট ৬ ভরি স্বর্ণসহ কয়েকটি বিদেশী কম্বল নিয়ে পালিয়ে যায় তারা। ক্ষতিগ্রস্ত...
নাটোরে ডাকাতি, টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট
নাটোর প্রতিনিধি
![নাটোরে ডাকাতি, টাকা ও ৬ ভরি স্বর্ণ লুট](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738849640-467d66ee01221f590436ad692fefd7e7.jpg?w=1920&q=100)
'বস্তুনিষ্ঠ শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য কাজ করছি'
ফরিদপুর প্রতিনিধি:
!['বস্তুনিষ্ঠ শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য কাজ করছি'](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738848746-d0f09abd92817b94efa238d01f07fa4f.jpg?w=1920&q=100)
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, বস্তুনিষ্ঠ শক্তিশালী ও স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য সংস্কারের দায়িত্ব আমাদের উপর দেয়া হয়েছে। কি কি পরিবর্তন আনা দরকার আগামী তিন মাসের মধ্যে আমরা সেগুলো সুপারিশ আকারে পেশ করব। এক্ষেত্রে সাংবাদিকদের আর্থিক নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে চলে আসে। সাহসী ও স্বাধীন সাংবাদিকতার প্রথম শর্তই তার উপযুক্ত বেতন ভাতা নিশ্চিত করা। ফরিদপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর ও মাদারীপুরের সাংবাদিকরা ওই কর্মশালায় অংশ নেন। তারা তাদের বঞ্চনা ও বৈষম্যের বিভিন্ন দিক কমিশনের কাছে তুলে ধরেন। কমিশন সব সমস্যার পর্যালোচনা করে যতটুকু সম্ভব সমাধানের আশ্বাস দেন। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, ঢাকা ও ঢাকার বাইরের সাংবাদিকদের মধ্যে বেতন-ভাতার একটি বড় ধরনের বৈষম্য রয়েছে যেটি...
নেত্রকোনায় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নেত্রকোনা প্রতিনিধি
![নেত্রকোনায় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী পালন](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738847654-a3c24738c94aae3c38874de0dd61f91f.jpg?w=1920&q=100)
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নেত্রকোনা সরকারি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের কালীবাড়ি, থানা মোড়, ছোটবাজার মোক্তারপাড়া প্রদক্ষিণ করে কুড়পার জেলা ইসলামী ছাত্রশিবির কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। র্যালিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হক মিলন ও সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয় ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন। news24bd.tv/তৌহিদ
গুঁড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়
টাঙ্গাইল প্রতিনিধি
![গুঁড়িয়ে দেওয়া হলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয়](https://asset.news24bd.tv/public/news_images/2025/02/06/1738843490-f8231764f830cc9b009872f26e880de9.jpg?w=1920&q=100)
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ৪টার দিকে তারা শহরের মেইনরোডে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেয়। এসময় কার্যালয়ের ভেতরে থাকা কাগজপত্র পুড়িয়ে দেয় তারা। এতে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। কার্যালয় গুড়িয়ে দেয়ার পর বৈষম্যবিরোধীরা একুশে পদকপ্রাপ্ত ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের বাসার দিকে যায়। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার উদ্যোগে আওয়ামী লীগের দলীয় কার্যালয়টি ভাঙা হয়। এসময় সেখানে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা। বিক্ষুব্ধরা জানায়, শেখ হাসিনাসহ তার দলের নেতাদের দেশে বিচারের আওতায় আনতে হবে এবং যারা লুটপাট করে সম্পদ অর্জন করেছে সেগুলো রাষ্ট্রের স্বার্থে ব্যয় করতে হবে।...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর